কলম্বো, 3 সেপ্টেম্বর: শ্রীলঙ্কায় ফিরলেন সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ (Sri Lanka Ex President Gotabaya Rajapaksa Returns) ৷ প্রায় 2 মাস পর শুক্রবার থাইল্যান্ড থেকে তিনি দ্বীপরাষ্ট্রে ফিরেছেন ৷ অর্থনীতির বেহাল দশা এবং গণ অভ্যুত্থানের জেরে গত 13 জুলাই সেনার সাহায্যে সপরিবার দেশ ছেড়ে পালিয়ে ছিলেন গোতাবায়া রাজাপক্ষ ৷ প্রসঙ্গত, তার কয়েকদিন আগেই 9 জুলাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হাউস ছেড়ে সেনা ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন গোতাবায়া ৷ সেদিন শ্রীলঙ্কার ক্ষিপ্ত জনতা প্রেসিডেন্ট হাউস এবং অন্যান্য সরকারি ভবনের দখল নিয়েছিল ৷
সূত্রের খবর, শুক্রবার রাতে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিতে শ্রীলঙ্কায় ফিরেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ৷ থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর হয়ে কলম্বো পৌঁছন ৷ সিঙ্গাপুর এয়ারলায়েন্সের বিমানে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন গোতাবায়া রাজাপক্ষ ৷ তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে শাসকদল শ্রীলঙ্কা পদুজানা পেরামুনার একাধিক মন্ত্রী এবং সাংসদ উপস্থিত ছিলেন ৷ সস্ত্রশ বাহিনী এবং বিশাল কনভয়ের নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে গোতাবায়া রাজাপক্ষ বিমানবন্দর থেকে বের হন ৷ জানা গিয়েছে, রাজাপক্ষকে কলম্বোর বিজেরামা মাওয়াথায় একটি সরকারি বাংলোতে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে ।
শ্রীলঙ্কার এক সংবাদপত্রের তরফে জানানো হয়েছে, প্রাক্তন প্রেসিডেন্টকে সবরকম সরকারি সুযোগ সুবিধা এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে ৷ প্রসঙ্গত, গত 13 জুলাই শ্রীলঙ্কার সৈনিক বিমানে দেশ ছেড়ে মলদ্বীপ উড়ে গিয়েছিলেন গোতাবায়া ৷ এর পর সেখান থেকে যান সিঙ্গাপুরে ৷ সিঙ্গাপুর থেকে 1 জুলাই নিজের পদত্যাগপত্র পাঠান ৷ পরে সেখান থেকে থাইল্যান্ড উড়ে যান গোতাবায়া ৷ থাইল্যান্ড সরকারের কাছে সাময়িকভাবে আশ্রয় চান ৷ কূটনৈতিক পাসপোর্ট থাকার কারণে গোতাবায়াকে 90 দিনের জন্য আশ্রয় দেয় থাইল্যান্ড ৷
আরও পড়ুন:গোতাবায়া রাজাপক্ষের ইস্তফা, ই-মেলে পদত্যাগপত্র স্পিকার মাহিন্দাকে
তবে, থাইল্যান্ডে কোনও প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড করা থেকে বিরত থাকতে বলা হয় গোতাবায়াকে ৷ তাঁকে একটি হোটেলে রাখার ব্যবস্থা করে থাইল্যান্ড সরকার ৷ যেখানে কড়া নিরাপত্তার মধ্যে ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট ৷ শ্রীলঙ্কার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গোতাবায়ার দল শ্রীলঙ্কা পদুজানা পেরামুনার সাধারণ সম্পাদক সাগারা কারিয়াওয়াসাম শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে অনুরোধ করেন, যাতে প্রাক্তন প্রেসিডেন্টকে দেশের ফেরানোর ব্যবস্থা করা হয় ৷ সেই মতো শুক্রবার রাতে গোতাবায়া রাজাপক্ষ সেনার নিরাপত্তা বলয়ের মধ্যে রাজধানী কলম্বোয় পৌঁছন ৷