স্টকহোম, 5 অক্টোবর: জীবনটা আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে, জানিয়েছিলেন সলমন রুশদি ৷ তার সপ্তাহ দুয়েক পরে 12 অগস্ট নিউ ইয়র্কে শতকা ইনস্টিটিউশনে (Chautauqua Institution in New York state) একটি সাহিত্য অনুষ্ঠানের মঞ্চে ভাষণ দিতে উঠেছিলেন ৷ তাঁর দিকে এগিয়ে আসে এক তরুণ ৷ চোখের পলক ফেলতে না ফেলতেই কয়েক সেকেন্ডের মধ্যে তাঁকে ছুরি দিয়ে আঘাত, পালটা-আঘাত চালাতে থাকে সে ৷ গুরুতর জখম হন বুকারজয়ী ইন্দো-আমেরিকান-ব্রিটিশ লেখক ৷ তবে প্রাণে বেঁচে গিয়েছেন ৷ এবার নোবেল পুরস্কারপ্রাপক হিসেবে মনোনীত হয়েছেন রুশদি ৷ শুধু তাই নয়, 'ফেভারিট' অর্থাৎ 'পছন্দের' তালিকায় আছেন বর্তমানে মার্কিন নাগরিক ৷
1947 সালের জুন মাসে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন বিতর্কিত লেখক ৷ 1981-তে 'মিডনাইটস চিলড্রেন' (Midnight's Children) লিখে বুকার পুরস্কার পান তিনি ৷ কিন্তু খ্যাতি এসেছিল 1988 সালে প্রকাশিত বিতর্কিত 'স্যাটানিক ভার্সেস'-এর (Satanic Verses) জন্য ৷ সেই শুরু ৷ প্রথমে ভারতেই নিষিদ্ধ হয় বইটি ৷ সে সময় দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধি ৷ এরপর একে একে বিশ্বের একাধিক দেশে বইটির প্রকাশ, বিক্রি সব বন্ধ হয়ে যায় ৷ মাঝে প্রায় দু'দশক আত্মগোপন করেছিলেন তিনি ৷ তাও ছাড় পেলেন না ৷ বিতর্কিত উপন্যাসের জন্য 33 বছর পর 24 বছর বয়সী হাদি মাতার (Hadi Matar) তাঁকে আক্রমণ করে খোদ আমেরিকায় ৷ যে মহাদেশকে 75 বছর বয়সী লেখক নিরাপদ আশ্রয় বলে মনে করেছিলেন ৷