পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Russia Arrests IS Suicide Bomber ভারতীয় নেতার উপর আত্মঘাতী হামলার ছক আইএস জঙ্গির, ধরা পড়ল রাশিয়ায় - আইএস জঙ্গি

ভারতে আত্মঘাতী হামলার ছক কষেছিল এক আইএস জঙ্গি (Russia arrests IS suicide bomber)৷ রাশিয়ায় তাকে আটক করা হয়েছে ৷ রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের তরফে বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে (Suicide bomber planning terror attack in India)৷

18 bank accounts of Anubrata Mondal and his relatives under cbi scanner
সিবিআই-এর নজরে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের 18 ব্যাংক অ্যাকাউন্ট

By

Published : Aug 22, 2022, 2:26 PM IST

Updated : Aug 22, 2022, 5:22 PM IST

নয়াদিল্লি, 22 অগস্ট:ইসলামিক স্টেটের এক জঙ্গিকে আটক করল রাশিয়া (Russia arrests IS suicide bomber)৷ ধৃত জঙ্গি জানিয়েছে, ভারতে এসে আত্মঘাতী হামলার ছক কষেছিল সে ৷ রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের কোনও রাজনৈতিক দলের এক প্রতিনিধির উপর হামলা চালানোর ছক কষেছিল সেই আইসিস জঙ্গি (Suicide bomber planning terror attack in India)৷

বিবৃতিতে বলা হয়েছে, "রাশিয়ার ফেডারেশনের এফএসবি ইসলামিক স্টেটের এক সদস্যকে শনাক্ত করে আটক করেছে (IS suicide bomber detained)৷ ধৃত জঙ্গি মধ্য এশীয় রিজিয়নের বাসিন্দা ৷ ভারতের কোনও রাজনৈতিক দলের প্রতিনিধির উপর আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তার ৷" বিবৃতিতে বলা হয়েছে যে, ওই আত্মঘাতী বিস্ফোরককে তুরস্কে নিয়োগ করেছিল জঙ্গি সংগঠন আইসিস ৷

এফএসবি-র ভিডিয়ো বার্তায় ওই জঙ্গিকে বলতে শোনা গিয়েছে যে, পয়গম্বরকে অপমানের অভিযোগে সে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিল ৷ বিবৃতিতে বলা হয়েছে, "ওই জঙ্গিকে বলা হয়েছিল সে যাতে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে রাশিয়া ছেড়ে ভারতে উড়ে যায় ৷ এবং ভারতে গিয়ে সে যাতে বড়সড় কোনও জঙ্গি হামলার ঘটনা ঘটায় ৷"

জানা গিয়েছে, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তুরস্কেই ছিল ওই আইএস জঙ্গি ৷ তাকে আত্মঘাতী বিস্ফোরক হিসেবে নিয়োগ করেছিল ইসলামিক স্টেট ৷ ইস্তানবুলে একটি বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছিল ওই জঙ্গিকে ৷

Last Updated : Aug 22, 2022, 5:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details