পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Russia Under Pressure at UN: বিশ্বজোড়া খাদ্য সংকট ইস্যুতে রাষ্ট্রসংঘে চাপের মুখে রাশিয়া - UN Security Council

Russia Reason Behind Global Food Crisis: বিশ্বজুড়ে তৈরি হওয়া খাদ্য সংকট নিয়ে রাশিয়াকে দায়ী করল মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন ৷ রাশিয়ার আগ্রাসনের কারণেই বিশ্বে খাদ্য সংকট দেখা দিয়েছে বলে এ দিন রাষ্ট্রসংঘের অধিবেশনে অভিযোগ করল নিরাপত্তা পরিষদের পূর্ণ সদস্যদের একাংশ ৷

Russia Under Pressure at UN ETV BHARAT
Russia Under Pressure at UN

By

Published : Jul 22, 2023, 3:31 PM IST

নিউইয়র্ক, 22 জুলাই: বিশ্ব ব্যাপি তৈরি হওয়া খাদ্য সংকট নিয়ে এবার রাশিয়াকে দায়ী করল রাষ্ট্রসংঘের অধিকাংশ সদস্য দেশ ৷ মূলত, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে রাশিয়ার আগ্রাসনকে এই পরিস্থিতির জন্য দায়ী করা হয়েছে ৷ শুক্রবার রাষ্ট্রসংঘের বিশেষ অধিবেশনে এ নিয়ে রাশিয়াকে চাপ দেওয়া হয় ৷ বিশেষ করে ইউক্রেনে খাদ্যশস্য উৎপাদন বন্ধ হয়ে যাওয়া ও সেখানকার সমুদ্র বন্দরগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা বিশাল পরিমাণ খাদ্যশস্যের অভাব দেখা দিয়েছে বলে অভিযোগ উঠল রাষ্ট্রসংঘে ৷

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসেবে রাশিয়ার ভূমিকার সমালোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন ৷ পুরো পরিস্থিতি নিয়ে রাশিয়ার উপর শুক্রবারের ওই অধিবেশন ব্যাপক চাপ সৃষ্টি করা হয় ৷ তবে, ইউক্রেন ও তার আশেপাশের সমুদ্র বন্দর দিয়ে বাণিজ্য বিপজ্জনক বলে যুক্তি খাড়া করেছে মস্কো ৷ তাদের দাবি, ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর দিয়ে জাহাজ চলাচল করা খুবই বিপজ্জনক ৷ এমনকি রাষ্ট্রসংঘও সেখানে একটি সামরিক বাহিনীর সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে সতর্ক করেছে ৷

রাশিয়ার তরফে এও বলা হয়, তারা ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ বন্ধ রেখেছে শুধুমাত্র রাষ্ট্রসংঘের জন্যই ৷ কারণ, খাদ্য ও সার বিশ্ববাজারে পাঠানোর প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রসংঘ ৷ ক্রেমলিনের তরফে বলা হয়েছে, ব্যাঙ্কিং ব্যবস্থা-সহ অন্যান্য বাধাগুলি কাটিয়ে উঠতে পারলে, ইউক্রেনে জাহাজ চলাচল পুনরায় শুরু করার বিষয়ে বিবেচনা করবে মস্কো ৷

আরও পড়ুন:অপুষ্টির শিকার শিশুদের জন্য স্তন্যদুগ্ধ দান করে গিনেস বুক অফ রেকর্ডসে এলিজাবেথ

তবে, রাশিয়ার এই যুক্তি মানতে চাননি রাষ্ট্রসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ৷ তিনি অভিযোগ করেছেন, রাশিয়া কৃষ্ণ সাগরকে ‘ব্ল্যাকমেইলিং’ এর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং নোংরা রাজনীতি করছে ৷ এমনকি গত একবছরে মস্কোর তাদের খাদ্যশস্য বিশ্ববাজারে অধীক দামে বিক্রি করেছে বলে অভিযোগ করেছেন লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ৷ তাই নিরাপত্তা পরিষদ এবং রাষ্ট্রসংঘের 193টি সদস্য দেশকে একত্রি হতে আবেদন করেছেন তিনি ৷ সেই সঙ্গে রাশিয়াকে সরল বিশ্বাসে ফের একবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে আহ্বান জানাতে বলেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details