পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন বিবেক রামস্বামী - বিবেক রামস্বামী

Vivek Ramaswamy: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়েছিলেন বিবেক রামস্বামী ৷ কিন্তু সোমবার তিনি জানিয়েছেন যে এখন আর তিনি এই প্রার্থী হওয়ার জন্য লড়বেন না ৷ বরং সমর্থন করবেন ডোনাল্ড ট্রাম্পকে ৷

Vivek Ramaswamy
Vivek Ramaswamy

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 12:57 PM IST

ডেস মইনেস (মার্কিন যুক্তরাষ্ট্র), 16 জানুয়ারি: বায়োটেক উদ্যোক্তা বিবেক রামস্বামী সোমবার জানিয়েছেন যে তিনি 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন ৷ তিনি রিপাবলিকান প্রার্থী হিসেবে লড়াইয়ে ছিলেন ৷ কিন্তু লোয়ার লিডঅফ ককেসে হতাশাজনক ফলাফলের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ বরং তিনি প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান প্রার্থী হিসেবে সমর্থন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন । আর সেই কথা তিনি এ দিন জানিয়েছেন ৷

বছর 38 এর এই রাজনৈতিক নেতা রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে একসময় ট্রাম্পকে চড়া সুরে আক্রমণ করেছিলেন ৷ ট্রাম্পকে ধনী বহিরাগতও বলেছিলেন ৷ সেই রামস্বামী সোমবার স্বীকার করে নিয়েছেন যে তাঁর এবার অন্তত আর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার কোনও উপায় নেই ৷

এই পরিস্থিতিতে তিনি বিরোধীদের সমালোচনা করলেও ট্রাম্পকে ‘একুশ শতকের সেরা প্রেসিডেন্ট’ বলে প্রশংসা করেছেন ৷ একই সঙ্গে তাঁর যুক্তি, রিপাবলিকানদের রাষ্ট্রপতি পদের জন্য নতুন কাউকে বেছে নেওয়া উচিত, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডাকে পরবর্তী স্তরে দ্রুততার সঙ্গে নিয়ে যাওয়া যায় ৷

রামস্বামীকে এতদিন ডোনাল্ড ট্রাম্পের বিকল্প বলে মনে করা হচ্ছিল ৷ কিন্তু সোমবারের জয়ের পর প্রমাণিত হল যে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও 77 বছর বয়সী ট্রাম্প এখনও রিপাবলিকানদের মধ্যে জনপ্রিয় ৷ এর থেকে আরও একটি বিষয় স্পষ্ট যে রিপাবলিকানদের রক্ষণশীলতাকে শেষ করা বেশ কঠিন ৷ তবে ইজরায়েল ও ইউক্রেন বিষয়ে বিরোধিতা করে রামস্বামী কিছুটা প্রশংসা কুড়িয়েছেন ৷

বিবেক রামস্বামী ভারতীয় বংশোদ্ভুত ৷ তিনি হার্ভাড বিশ্ববিদ্যালয় ও ইয়েল ল স্কুল থেকে পড়াশোনা করেছেন ৷ তার পর হেজ ফান্ড ও ফার্মাসিউটিক্যাল গবেষণা করে কয়েক মিলিয়ন ডলার উপার্জন করেছেন ৷ এর পর তাঁর রাজনীতিতে প্রবেশ৷ প্রচারের সময়ও তিনি বিনিয়োগকারীদের থেকে অর্থ নিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় বয়স, সোশাল মিডিয়ায় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পোস্ট ট্রাম্পের
  2. নিজেকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা ডোনাল্ড ট্রাম্পের
  3. 'জনসাধারণ জানে আমি কে', প্রেসিডেন্সিয়াল বিতর্ক সভায় নেই ট্রাম্প

ABOUT THE AUTHOR

...view details