পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Priyanka Gandhi: ইজরায়েল-গাজা যুদ্ধে হত প্রায় 5 হাজার শিশু, বিশ্বনেতাদের নিন্দায় সরব প্রিয়াঙ্কা - massacre of nearly 5000 children

ইজরায়েলের হামাসের যুদ্ধ চলছে ৷ এর বলি হয়েছে প্রায় 5 হাজার শিশু ৷ এদিকে যুদ্ধের জন্য কার্যত বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের দিকেই আঙুল তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷

ETV Bharat
প্রিয়াঙ্কা গান্ধি

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 3:42 PM IST

নয়াদিল্লি ও গাজা, 5 নভেম্বর: যুদ্ধ থেমে কবে শান্ত হবে ইজরায়েল আর প্যালেস্তাইন ? প্রতি মুহূর্তে মৃত্যুভয় নিয়ে কোনও রকমে বেঁচে থাকা গাজার হাজার হাজার মানুষের জীবনে কবে আসবে একটু শান্তি ? রাজনৈতিক মহল থেকে আন্তর্জাতিক কূটনৈতিক ও মানবাধিকার সংগঠন- সকলেই খুঁজছে এই প্রশ্নের উত্তর ৷ ইজরায়েল অবশ্য এত তাড়াতাড়ি হাতিয়ার সংবরণ করতে রাজি নয় ৷ এমনই আবহে প্যালেস্তাইনে হাজার হাজার শিশুর মৃত্যু নিয়ে সরব হলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

এই ঘটনাকে তিনি ভয়ঙ্কর এবং লজ্জার বলে উল্লেখ করলেন ৷ 7 অক্টোবর ইজরায়েলের উপর হঠাৎ হামলা চালায় ইজরায়েল ৷ তার জবাবে পালটা যুদ্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ সেই থেকে যুদ্ধ চলছে ৷ এর মধ্যে গাজায় হাসপাতাল, অ্যাম্বুলেন্সে বোমা বর্ষণ হয়েছে ৷ মৃত্যু হয়েছে বহু রোগীর ৷ ছাড় পায়নি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া প্যালেস্তাইন নাগরিকরাও ৷ এই যুদ্ধ থামানোর আর্জি জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ কোনও নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না-করে তিনি আন্তর্জাতিক মঞ্চের কাছে যুদ্ধবিরতের আবেদন জানিয়েছেন তিনি ৷

বিশ্বের তাবড় নেতাদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন রাজীব-তনয়া ৷ তিনি বলেন, "এই স্বাধীন বিশ্বের তথাকথিত নেতারা প্যালেস্তাইনে গণহত্যার জন্য অর্থ খরচ করছেন ৷ আর এই যুদ্ধেই প্রায় 5 হাজার শিশুকে হত্যা করা হয়েছে ৷"

সোশাল মিডিয়ায় প্রিয়াঙ্কা লেখেন, "এটা ভয়ঙ্কর এবং লজ্জার ৷ কোনও ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না ৷ প্রায় 10 হাজার নাগরিক এবং প্রায় 5 হাজার শিশুর গণহত্যা করা হয়েছে ৷ পুরো পরিবার শেষ হয়ে গিয়েছে, হাসপাতাল, অ্যাম্বুলেন্সে বোমা বর্ষণ হচ্ছে ৷ ত্রাণ শিবিরকেও নিশানা করা হচ্ছে ৷ এসব সত্ত্বেও বিশ্বের তথাকথিত নেতারা প্যালেস্তাইনের এই গণহত্যার জন্য অর্থ খরচ করছেন, এই যুদ্ধকে সমর্থন করছেন ৷" তিনি দ্রুত যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন ৷

আরও পড়ুন: গাজায় হামাসের গোপন টানেল গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলি সেনা, দাবি আইডিএফের

ABOUT THE AUTHOR

...view details