নয়াদিল্লি ও গাজা, 5 নভেম্বর: যুদ্ধ থেমে কবে শান্ত হবে ইজরায়েল আর প্যালেস্তাইন ? প্রতি মুহূর্তে মৃত্যুভয় নিয়ে কোনও রকমে বেঁচে থাকা গাজার হাজার হাজার মানুষের জীবনে কবে আসবে একটু শান্তি ? রাজনৈতিক মহল থেকে আন্তর্জাতিক কূটনৈতিক ও মানবাধিকার সংগঠন- সকলেই খুঁজছে এই প্রশ্নের উত্তর ৷ ইজরায়েল অবশ্য এত তাড়াতাড়ি হাতিয়ার সংবরণ করতে রাজি নয় ৷ এমনই আবহে প্যালেস্তাইনে হাজার হাজার শিশুর মৃত্যু নিয়ে সরব হলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷
এই ঘটনাকে তিনি ভয়ঙ্কর এবং লজ্জার বলে উল্লেখ করলেন ৷ 7 অক্টোবর ইজরায়েলের উপর হঠাৎ হামলা চালায় ইজরায়েল ৷ তার জবাবে পালটা যুদ্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ সেই থেকে যুদ্ধ চলছে ৷ এর মধ্যে গাজায় হাসপাতাল, অ্যাম্বুলেন্সে বোমা বর্ষণ হয়েছে ৷ মৃত্যু হয়েছে বহু রোগীর ৷ ছাড় পায়নি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া প্যালেস্তাইন নাগরিকরাও ৷ এই যুদ্ধ থামানোর আর্জি জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ কোনও নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না-করে তিনি আন্তর্জাতিক মঞ্চের কাছে যুদ্ধবিরতের আবেদন জানিয়েছেন তিনি ৷