ওয়াশিংটন, 22 জুন:নরেন্দ্র মোদির সফর একসুতোয় গাঁথল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে ৷ মোদির কথায়, উভয়ের সমাজ ও প্রতিষ্ঠানগুলি গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করে নির্মিত ৷ দুই দেশই তাদের বৈচিত্র্যের জন্য গর্ব করে ৷ দুই দেশের সংবিধানই তিনটি শব্দ দিয়ে শুরু হয় ৷ উই দ্য পিপল... যা মানুষের কথাই বলে প্রতিপদে ৷ একই সঙ্গে, ধর্মীয় সহিষ্ণুতা ও বহুত্মবাদই যে দুই দেশের মূল ভিত্তি, তাও উঠে এসেছে মোদি-বাইডেনের কথায় ৷
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার মার্কিন-মুলুকে স্টেট ভিজিট করছেন প্রধানমন্ত্রী মোদি ৷ শেষবার 2009 সালে মনমোহন সিং যা করেছিলেন ৷ ফলে প্রায় 15 বছর পর স্টেট ভিডিট যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ এদিন মার্কিন সফরে গিয়ে জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি ৷ ভারতের প্রধানমন্ত্রী বলেন, "এত বড় সংখ্যায় ভারতীয়-আমেরিকানদের জন্য হোয়াইট হাউসের গেট এই প্রথম খোলা হয়েছে । এই জমকালো অনুষ্ঠানটি ভারতের 1.4 বিলিয়ন মানুষের জন্য একটি গর্বের বিষয় । এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত 4 মিলিয়নেরও বেশি লোকের জন্য একটি সম্মানের বিষয় ৷"