ওয়াশিংটন, 23 জুন: চলতি বছরে দু’বার বিদেশ সফরে গিয়ে ভারতের সরকারের ও বিজেপির সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে ৷ বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে নাম না করে বিদেশে বসে দেশের সমালোচনা করার জন্য রাহুলকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, দেশের মধ্যে দু’টি দলের প্রতিযোগিতা থাকতেই পারে ৷ কিন্তু দেশের জন্য সকলকেই এক হতে হয় ৷
বৃহস্পতিবার ভাষণ দেওয়ার সময় প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন কংগ্রেসের সদস্যদের ভারতের সঙ্গে তাঁদের দেশের সম্পর্ক উদযাপন করার জন্য একত্রিত হওয়ার জন্য প্রশংসা করেন ৷ তার পরই অভ্যন্তরীণ প্রতিযোগিতাকে দূরে সরিয়ে রেখে দেশের জন্য এক হওয়ার কথা উল্লেখ করেন ৷
মার্কিন আইন প্রণেতাদের উদ্দেশ্য়ে তিনি বলেন, "আমি ধারণা ও আদর্শের বিতর্ক বুঝতে পারি ৷ কিন্তু আমি আজ বিশ্বের দু’টি মহান গণতন্ত্র - ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধন উদযাপন করার জন্য আপনাদের একত্রিত হতে দেখে আনন্দিত ৷’’