ইসলামাবাদ, 3 এপ্রিল :পাকিস্তানের মসনদে থাকছেন ইমরান খান ? নাকি বিরোধী শিবির গদিচ্যুত করবে দেশের প্রাক্তন অধিনায়ককে ? আজ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি হবে পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৷ তাঁর আগে দেশবাসীকে ইমরান খান জানিয়ে দিয়েছেন, এই দিনটার জন্য তাঁর 'একাধিক পরিকল্পনা' আছে ৷ কী সেই পরিকল্পনা, তা অবশ্য খোলসা করেননি (Pakistan PM Imran Khan says A captain always has a plan and this time I have more than one plan) ৷ শনিবার বিকেলের প্রশ্নোত্তর পর্বে আত্মবিশ্বাসী ইমরান বলেন, "একদম চিন্তা করবেন না ৷ একজন ক্যাপ্টেনের কাছে সবসময় একটা পরিকল্পনা থাকে ৷ আর এই মুহূর্তে আমার কাছে একের বেশি পরিকল্পনা রয়েছে...ঈশ্বরের ইচ্ছায় আমরা আগামীকাল জিতব ৷ আমি ওদের অ্যাসেম্বলিতে হারিয়ে দেব ৷"
বিরোধী পক্ষের বিরুদ্ধে তাঁর হাতিয়ার বিদেশি ষড়যন্ত্র ৷ দেশের তরুণ প্রজন্মের কাছে খান সাহেবের আর্জি, "আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করুন ৷" তাঁকে পাকিস্তানের গদি থেকে হঠাতে দেশের বেশ কিছু নেতারা অন্য একটি দেশের সঙ্গে হাত মিলিয়েছেন ৷ তিনি বলেন, "এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে ৷ আর এটাও প্রমাণ হয়ে গিয়েছে যে সরকার ফেলতে নেতাদের বলির পাঁঠা বানানো হচ্ছে ৷" এ প্রসঙ্গে আমেরিকার নাম উল্লেখ করে রাশিয়ার বন্ধু ইমরান বলেন, "সরকারি নথিপত্র জানাচ্ছে, যদি আপনারা ইমরান খানকে সরিয়ে দিতে পারেন, তাহলে আমেরিকার সঙ্গে আপনাদের সম্পর্ক আরও ভাল হবে ৷"
আরও পড়ুন : Plot to assassinate Pak PM: ইমরান খানকে হত্যার ছক ! বাড়ল নিরাপত্তা