ইসলামাবাদ, 3 এপ্রিল : নিশ্চিত আউট ছিলেন ৷ বিরোধীদের আনা অনাস্থায় ভোটাভুটি হলে পরাজয় প্রায় নিশ্চিতই ছিল ৷ কিন্তু এ যাত্রায় 'আম্পায়ার' ডেপুটি স্পিকারের সিদ্ধান্তে নট আউট ইমরান ৷ এদিন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ডেপুটি স্পিকার কোয়াসিম খান সুরি (Qasim Khan Suri) বিরোধীদের অনাস্থা প্রস্তাবই খারিজ করে দিলেন ৷ ঘোষণা করলেন এটা অসাংবিধানিক ৷ এর সঙ্গে সঙ্গে অধিবেশন স্থগিতও করে দেন (Pakistan National Assembly Deputy Speaker rejects the no-confidence motion against PM Imran Khan, declares it unconstitutional) ৷ যা নিয়ে উত্তাল ওয়াঘার ওপার ৷
ইমরান জানান, তিন মাসের মধ্যে পাকিস্তানে নির্বাচন ৷ অন্যদিকে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিলওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে গঠিত ঐক্যবদ্ধ বিরোধী শিবির ৷ এর মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের সুপারিশ মেনে অ্যাসেম্বলি ভেঙে দিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি (Pakistan President Arif Alvi) ৷
ডেপুটি স্পিকারের সিদ্ধান্তে স্বভাবতই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বলেন, "স্পিকারের এই সিদ্ধান্তে আমি প্রত্যেক পাকিস্তানবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি ৷ অনাস্থা ভোট আমাদের বিরুদ্ধে অন্য দেশের ষড়যন্ত্র ৷ কে তাকে শাসন করবে, তা পাকিস্তানই ঠিক করবে ৷" তিনি প্রেসিডেন্টকে অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার কথা জানিয়ে লিখেছিলেন ৷ তাঁর মতে দেশে গণতান্ত্রিক মাধ্য়মে নির্বাচন হওয়া উচিত ৷ পাকিস্তানবাসীকে ইমরান বলেন, "আমি দেশবাসীকে ভোটের জন্য তৈরি থাকার বার্তা দিচ্ছি ৷"