রাষ্ট্রসংঘ, 25 সেপ্টেম্বর: সন্ত্রাসবাদ নিয়ে রাষ্ট্রসংঘের বার্ষিক সাধারণ সভায় চিন ও পাকিস্তানকে কড়া বার্তা দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ৷ ইউএন এর সাধারণ সভার (UNSC General Assembly) ভাষণে বিদেশ মন্ত্রী বলেন, ‘‘কোনও উদ্দেশ্য যতই পবিত্র হোক না কেন, কোনও দেশ যদি সন্ত্রাসবাদকে মদত দেয়, তাহলে তার ফলে হওয়া রক্তক্ষরণকে কখনই চাপা দিয়ে রাখা যাবে না ৷’’ জয়শঙ্কর এও বলেন, কেউ কেউ সন্ত্রাসবাদী সংগঠনের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত রাষ্ট্রসংঘের 1267 নং ধারাকে নিয়ে রাজনীতি করছে ৷ আর তা অনেক সময় সেই সব দেশেই বেশি ক্ষতি করছে ৷
প্রসঙ্গত, এই মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আমেরিকা ভারত-সহ বেশ কয়েকটি দেশের সমর্থনে মুম্বইয়ের 26/11-র হামলায় (26/11 Mumbai Attack) যুক্ত থাকার অভিযোগে লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba) সদস্য সাজিদ মীরকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার আবেদন করেছিল ৷ কিন্তু, চিন নিজের পূর্ণ সদস্যপদের ক্ষমতা ব্যবহার করে সেই প্রস্তাব স্থগিত করে দিয়েছে ৷