পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Neighbours fume at new X logo: সানফ্রান্সিসকো শহরের রাতের ঘুম উড়িয়েছে টুইটার সংস্থার 'এক্স' লোগো - টুইটার

সানফ্রান্সিসকো শহরের একাংশ মানুষের রাতের ঘুম উড়িয়েছে টুইটারের হেড কোয়ার্টারের মাথায় জ্বলজ্বল করা সংস্থার 'এক্স' লোগো ৷ রাতের অন্ধকারে আশেপাশের বাড়ি 'এক্স' লোগোর ছটায় আলোকিত হয়ে যাচ্ছে বলে অভিযোগ ৷

People Unable to Sleep for X Logo ETV BHARAT
People Unable to Sleep for X Logo

By

Published : Jul 30, 2023, 1:29 PM IST

সানফ্রান্সিসকো, 30 জুলাই: টুইটারের হেড কোয়ার্টারের মাথায় জ্বলজ্বল করছে সংস্থার 'এক্স' লোগো ৷ যেখানে এলইডি আলো লাগানো রয়েছে ৷ কিন্তু, টুইটারের এই লোগোই এখন রাতের ঘুম উড়িয়েছে সংস্থার হেড কোয়ার্টারের আশেপাশের বহুতলে বসবাসকারীদের ৷ 'এক্স'-এর লোগো তীব্র আলোর ছটায় রাতে ঘুমোতে পারছেন না সানফ্রান্সিসকো শহরের একাংশ মানুষ ৷ টুইটার তথা 'এক্স' ব্যবহারকারী এমন বহু মানুষ তাদের এই সমস্যার কথা পোস্ট করেছে সোশাল মিডিয়ায় ৷

পরিস্থিতি এমনই যে রাতে ঘরের মধ্যে আলো জ্বালাতে হচ্ছে না ৷ 'এক্স'-এর ছটায় আশেপাশের বহুতলের বাসিন্দাদের ঘর আলোকিত হয়ে যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে 'এক্স'-এর লোগোর আলো আটকাতে কাঁচ বদলে কাঠের জানালার খোঁজ করতে শুরু করেছেন ৷ এক টুইটার ব্যবহারকারী 'এক্স'-এর লোগোর উজ্জ্বল ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘আর কল্পনা করা যাচ্ছে না ৷ যতই হোক এটা আমার জীবন ৷’’ ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি টুইটারের হেড কোয়ার্টারের ঠিক সামনের বিল্ডিংয়ে থাকেন ৷ আর 'এক্স'-এর লোগোর আলো তাঁর এবং পুরো পরিবারের রাতের ঘুম উড়িয়েছে ৷

আরেক টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন, ‘‘আমি এবার মরে যাব ! একবার কল্পনা করুন আপনার শোবার ঘরের ঠিক সামনে এই 'এক্স' চিহ্নটি রয়েছে ৷’’ একই সমস্যার সম্মুখীন এক নাগরিক আবার নিজের অনুভূতির কথা ব্যক্ত করেছেন পোস্টে ৷ তিনি লিখেছেন, ‘‘আমি শহরে বসবাস করতে পছন্দ করি এবং এর সঙ্গে যা আসে সেগুলিও ৷ যেমন আমি রাস্তার আলো, সাইরেন, ট্রলির শব্দ সব মেনে নিতে পারি ৷ কিন্তু, সূর্যের আলোর থেকেও অসহ্যকর এই 'এক্স'-এর ছটা কখনই স্বাভাবিক বা ভালো নয় ৷’’

আরও পড়ুন:নীল পাখি সরিয়ে এল 'এক্স', টুইটারের নাম বদলালেন ইলন মাস্ক

তবে, ইলন মাস্ক তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ৷ এ দিন তিনি জানিয়েছেন, 'এক্স' সানফ্রান্সিসকো ছেড়ে কোথাও যাচ্ছে না ৷ তিনি টুইট করেছেন, ‘‘অনেকেই এক্স (আগের টুইটার)-এর হেড কোয়ার্টার সানফ্রান্সিসকো থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রচুর অনুরোধ করেছেন ৷ তাছাড়া, একের পর এক সংস্থার চলে যাওয়ায় শহরটি ধ্বংসের মুখে পড়েছে ৷ তার উপর তারা ভেবে নিচ্ছেন 'এক্স' ও এখান থেকে চলে যাবে ৷ কিন্তু, আমরা তা করব না ৷ পরিস্থিতি খারাপ হলেই বোঝা যায় আপনার প্রকৃত বন্ধু কারা ৷’’ গত বছরের ডিসেম্বরে, টুইটার তার সানফ্রান্সিসকোর সদর দফতরের জন্য মোটা অংকের ভাড়া মেটাতে ব্যর্থ হওয়ায় মামলা করা হয়েছিল ৷ সেই ইস্যুই তুলে ধরেছেন মাস্ক ৷

ABOUT THE AUTHOR

...view details