অসলো, 6 অক্টোবর: কারাবন্দি সমাজকর্মী নার্গিস মহম্মদী ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করার জন্য পেলেন নোবেল শান্তি পুরস্কার ৷ নারীদের হয়ে লড়াইয়ের পাশাপাশি মানবাধিকার ও সবার জন্য স্বাধীনতার পক্ষে তাঁর নিরলস সংগ্রামের জন্য তাঁকে এ বছর নোবেল শান্তি পুরস্কারের সম্মানে ভূষিত করেছে নোবেল কমিটি ৷
শুক্রবার অসলোতে পুরষ্কার ঘোষণার সময় নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-অ্যান্ডারসেন বলেন, "এই পুরস্কারটি ইরানের অবিসংবাদিত নেত্রী নার্গিস মহম্মদীর ও তাঁর সমগ্র আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের প্রথম এবং প্রধানতম স্বীকৃতিস্বরূপ । পুরস্কারের প্রভাব নোবেল কমিটির সিদ্ধান্ত নেওয়ার জন্য নয় । আমরা আশা করি যে, এই আন্দোলনের কাজ যে কোনও আকারে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পুরস্কার উত্সাহ দেবে ।"
2019 সালের হিংসাত্মক বিক্ষোভের শিকার এক মহিলার শেষকৃত্যে যোগ দেওয়ার পরে কর্তৃপক্ষ নভেম্বর মাসে মহাম্মদীকে গ্রেফতার করে । রেইস-অ্যান্ডারসেন বলেন, মহম্মদী 13 বার কারাবরণ করেছেন এবং পাঁচবার দোষী সাব্যস্ত হয়েছেন । মোট তাঁকে 31 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ।
2003 সালে মানবাধিকার কর্মী শিরিন এবাদির পুরষ্কার জেতার পর তিনি 19তম মহিলা এবং দ্বিতীয় ইরানি মহিলা যিনি নোবেল শান্তি পুরস্কার পেলেন ৷ 22 বছর বয়সি মাহসা আমিনি নীতি পুলিশদের হাতে আটক হওয়ার পর তাঁর মৃত্যু হয় ৷ সে জন্য সম্প্রতি দেশব্যাপী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য কারাবন্দি হয়েছিলেন নার্গিস ৷ এটি 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের ধর্মতন্ত্রের জন্য সবচেয়ে তীব্র চ্যালেঞ্জগুলির মধ্যে এটি ছিল অন্যতম । নিরাপত্তা রক্ষীদের কড়া অভিযানে 500 জনেরও বেশি লোকের মৃত্যু হয় এবং 22,000 জনেরও বেশি গ্রেফতার হয়েছিলেন ।