পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Nobel Peace Prize 2023: মহিলাদের উপর নিপীড়নের বিরুদ্ধে লড়াই, নোবেল শান্তি পুরস্কার পেলেন কারাবন্দি নার্গিস - নার্গিস মহম্মদী

Iranian activist Narges Mohammadi: মহিলাদের উপর নিপীড়নের বিরুদ্ধে এবং মানবাধিকার ও সবার স্বাধীনতার পক্ষে লড়াইয়ের জন্য এ বছর নোবেল শান্তি পুরস্কার পেলেন ইরানের সমাজকর্মী নার্গিস মহম্মদী ৷

Iranian activist Narges Mohammadi
নোবেল শান্তি পুরস্কার পেলেন ইরানের সমাজকর্মী

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 2:52 PM IST

Updated : Oct 6, 2023, 3:52 PM IST

অসলো, 6 অক্টোবর: কারাবন্দি সমাজকর্মী নার্গিস মহম্মদী ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করার জন্য পেলেন নোবেল শান্তি পুরস্কার ৷ নারীদের হয়ে লড়াইয়ের পাশাপাশি মানবাধিকার ও সবার জন্য স্বাধীনতার পক্ষে তাঁর নিরলস সংগ্রামের জন্য তাঁকে এ বছর নোবেল শান্তি পুরস্কারের সম্মানে ভূষিত করেছে নোবেল কমিটি ৷

শুক্রবার অসলোতে পুরষ্কার ঘোষণার সময় নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-অ্যান্ডারসেন বলেন, "এই পুরস্কারটি ইরানের অবিসংবাদিত নেত্রী নার্গিস মহম্মদীর ও তাঁর সমগ্র আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের প্রথম এবং প্রধানতম স্বীকৃতিস্বরূপ । পুরস্কারের প্রভাব নোবেল কমিটির সিদ্ধান্ত নেওয়ার জন্য নয় । আমরা আশা করি যে, এই আন্দোলনের কাজ যে কোনও আকারে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পুরস্কার উত্সাহ দেবে ।"

2019 সালের হিংসাত্মক বিক্ষোভের শিকার এক মহিলার শেষকৃত্যে যোগ দেওয়ার পরে কর্তৃপক্ষ নভেম্বর মাসে মহাম্মদীকে গ্রেফতার করে । রেইস-অ্যান্ডারসেন বলেন, মহম্মদী 13 বার কারাবরণ করেছেন এবং পাঁচবার দোষী সাব্যস্ত হয়েছেন । মোট তাঁকে 31 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ।

2003 সালে মানবাধিকার কর্মী শিরিন এবাদির পুরষ্কার জেতার পর তিনি 19তম মহিলা এবং দ্বিতীয় ইরানি মহিলা যিনি নোবেল শান্তি পুরস্কার পেলেন ৷ 22 বছর বয়সি মাহসা আমিনি নীতি পুলিশদের হাতে আটক হওয়ার পর তাঁর মৃত্যু হয় ৷ সে জন্য সম্প্রতি দেশব্যাপী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য কারাবন্দি হয়েছিলেন নার্গিস ৷ এটি 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের ধর্মতন্ত্রের জন্য সবচেয়ে তীব্র চ্যালেঞ্জগুলির মধ্যে এটি ছিল অন্যতম । নিরাপত্তা রক্ষীদের কড়া অভিযানে 500 জনেরও বেশি লোকের মৃত্যু হয় এবং 22,000 জনেরও বেশি গ্রেফতার হয়েছিলেন ।

নার্গিস মহম্মদী কারাগারের আড়াল থেকে নিউ ইয়র্ক টাইমসের জন্য একটি মতামত দিয়েছেন । তিনি সেখানে লিখেছেন, "সরকার যা বুঝতে পারে না, তা হল যে, তারা আমাদের যত বেশি তালাবন্ধ করে রাখবে, আমরা তত শক্তিশালী হব ৷"

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং অন্যান্য রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । কিছু আধা-সরকারি সংবাদ সংস্থা বিদেশি প্রেস রিপোর্টে অনলাইন বার্তায় মহম্মদীর জয়ের কথা স্বীকার করেছে ।

আরও পড়ুন:সুবিশাল কর্মজীবনে সমৃদ্ধ হয়েছে লেখালেখির জগৎ, সাহিত্যে নোবেল পেলেন জন ফসে

জেলে যাওয়ার আগে মহম্মদী ইরানের নিষিদ্ধ ডিফেন্ডারস অব হিউম্যান রাইটস সেন্টারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এই কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবাদির ঘনিষ্ঠ ছিলেন নার্গিস ৷ 2018 সালে ইঞ্জিনিয়ার মহম্মদী আন্দ্রেই সাখারভ পুরস্কারে ভূষিত হন । নোবেল পুরস্কার 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় 1 মিলিয়ন মার্কিন ডলার) নগদ পুরস্কার বহন করে । বিজয়ীরা ডিসেম্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটি 18-ক্যারেট স্বর্ণপদক এবং ডিপ্লোমাও পান । মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীকে নরওয়ের বিশেষজ্ঞদের একটি প্যানেল মাত্র 350 টিরও বেশি মনোনয়নের তালিকা থেকে বেছে নেয় ।

Last Updated : Oct 6, 2023, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details