নিউইয়র্ক, 26 সেপ্টেম্বর:রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ চলতি মাসের 9-10 তারিখে দিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলন হয়েছে ৷ স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর কার্যালয়ে এ বিষয়ে কথা বলেন জয়শঙ্কর ৷ এছাড়া আফগানিস্তান, মায়ানমারের পরিস্থিতি-সহ অন্য আন্তর্জাতিক বিষয়গুলিও তাঁদের বৈঠকে উঠে আসে ৷
এই বৈঠকের একটি ছবি পোস্ট করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তিনি লেখেন, "এটা সৌভাগ্যের বিষয়, রাষ্ট্রসংঘের সদর কার্যালয়ে মহাসচিবের সঙ্গে দেখা হয়েছে ৷ ভারতের জি-20 সভাপতিত্বে রাষ্ট্রসংঘের দীর্ঘস্থায়ী উন্নয়নের এজেন্ডাকে আরও শক্তিশালী করেছে ৷ এ নিয়ে আলোচনা হয়েছে ৷ আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারে রাষ্ট্রসংঘের মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ ৷ এর প্রশংসা করছি ৷"
এই বৈঠক সম্পর্কে রাষ্ট্রসংঘের মুখপাত্রের কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে জানানো হয়েছে, রাষ্ট্রসংঘের প্রধান রাষ্ট্রসংঘের প্রতি ভারতের সহযোগিতা এবং জি-20 সভাপতিত্বে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন ৷ মহাসচিব এবং বিদেশমন্ত্রী আফগানিস্তান, মায়ানমার এবং বিশ্বের অন্য চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করেছেন ৷