পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Medical Copter Crash: আলাবামায় ভেঙে পড়ল মেডিক্যাল হেলিকপ্টার, মৃত্যু দুই ক্রুর - মেডিক্যাল হেলিকপ্টার

ইউরোকপ্টার শেলবি কাউন্টিতে চেলসির কাছে আগুন লেগে ভেঙে পড়েছে । মেডিক্যাল হেলিকপ্টারটিতে তিনজন ক্রু ছিলেন । দু'জন মারা গিয়েছেন ৷ একজন হাসপাতালে চিকিৎসাধীন ৷

Medical Copter Crash
মেডিক্যাল হেলিকপ্টার

By

Published : Apr 3, 2023, 12:23 PM IST

বার্মিংহাম (আলাবামা), 3 এপ্রিল:মেডিক্যাল হেলিকপ্টার ভেঙে পড়ল বার্মিংহামের আলাবামাতে ৷ এই দুর্ঘটনায় হেলিকপ্টারের দুই ক্রু মেম্বার মারা গিয়েছেন এবং একজন আহত হয়েছেন ৷ তাঁদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ জানা গিয়েছে, শ্বাসকষ্ট হওয়ায় এক পর্বতারোহীকে হেলিকপ্টারটি এয়ারলিফ্ট করে নিয়ে আসছিল ৷ সেই সময় এই ঘটনা ঘটে ৷ অসামরিক বিমান পরিষেবার সঙ্গে যুক্ত একটি সংগঠন জানিয়েছে, ইউরোকপ্টার ইসি130 শেলবি কাউন্টির চেলসির কাছে ভেঙে পড়েছে ।

শেলবি কাউন্টি শেরিফ অফিসের ডেপুটি প্রধান ক্লে হ্যাম্যাক বলেছেন, "শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা হওয়ায় এক পর্বতারোহীকে নিয়ে আসার জন্য হেলিকপ্টারটি ডাকা হয় ৷ সেটি মেডিক্যাল হেলিকপ্টার ছিল । ডেপুটিরা হেলিকপ্টারটির অবতরণের জন্য জায়গা তৈরি করেছিল ৷" একজন আধিকারিক 911 নম্বরে ফোন করে দুর্ঘটনার খবর জানান ৷ সূত্রের খবর, তিনজন ক্রু সদস্যের মধ্যে একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় ৷ অন্য দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যেখানে তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ তৃতীয়জনের চিকিৎসা চলছে ৷

হাম্মাক জানান, পর্বতারোহীকে আলাদাভাবে নিরাপদে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । পর্বতারোহীর বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায়নি । তাঁর ডেপুটিরা সাহায্য প্রদানের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন ৷ জানা গিয়েছে, হেলিকপ্টারে আগুন লেগে যায় । জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা আগুনে পুড়ে যাওয়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ঘণ্টার পর ঘণ্টা ধরে কাজ করছেন এবং ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছেন যাতে জায়গাটা পরিষ্কার হয়ে যায় ৷

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড একটি টুইট করে বিবৃতি দিয়েছে ৷ তাতে বলা হয়েছে, তারা এফএএ-র সহায়তায় দুর্ঘটনার তদন্তে নেতৃত্ব দেবে । এই সংস্থাগুলির কাছে সম্ভাব্য ঘটনার কারণ সম্পর্কে কোনও প্রাথমিক তথ্য ছিল না । চেলসি বার্মিংহাম শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় 20 মাইল (32 কিলোমিটার) দক্ষিণ-পূর্বে অবস্থিত । সেখানেই দুর্ঘটনাটি ঘটে ৷

আরও পড়ুন:একের পর এক টর্নেডোয় তছনছ আমেরিকার বিভিন্ন শহর, মৃত কমপক্ষে 26

ABOUT THE AUTHOR

...view details