লন্ডন (ব্রিটেন), 19 জানুয়ারি: ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে তুলোধনা করলেন লর্ড রামি ব়্যাঙ্গার ৷ তিনি ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অফ লর্ডস-এর সদস্য (House of Lords of the UK Parliament) ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নতুন সিরিজ তৈরি করছে ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি ৷ সে নিয়ে রাজনৈতিক বিতর্কের জল গড়িয়েছে ব্রিটিশ সাম্রাজ্যে ৷ বিবিসির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট রিপোর্টিংয়ের অভিযোগ এনেছেন লর্ড রামি (Lord Rami Ranger) ৷ তিনি একটি টুইট করেন, "আপনারা কোটি কোটি ভারতীয়কে যথেষ্ট আঘাত করেছেন ৷ এটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী, ভারতীয় পুলিশি ব্যবস্থা এবং ভারতের বিচার ব্যবস্থাকে অপমান করেছে ৷ আমরা সংঘাত এবং জীবনহানির তীব্র নিন্দা করছি ৷ তার সঙ্গে আপনাদের একপেশে রিপোর্টিংয়েও সমালোচনা করছি ৷" ব্রিটিশ সংবাদসংস্থা দু'টি পর্বের 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন' (India: The Modi Question) সিরিজ তৈরি করেছে ৷ আর এ নিয়ে বিতর্কে পড়েছে বিবিসি ৷
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির এমন সিরিজ কেন (BBC PM Narendra Modi Series) ?
ব্রিটিশ সংবাদসংস্থার বিবৃতি, 2002 সালে গুজরাত দাঙ্গায় (Gujarat Riot) হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ বিবিসি খতিয়ে দেখতে চায়, ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তাঁর সরকারের আচরণ নিয়ে ক্রমাগত অভিযোগ ওঠা সত্ত্বেও তিনি কীভাবে প্রধানমন্ত্রীর আসনে টিকে রয়েছেন ?
বিবিসি জানিয়েছে, 2019 সালে পুনর্নির্বাচনের পর দেশে একাধিক বিতর্কিত নীতি কার্যকর করেছে মোদি সরকার ৷ এর মধ্যে অন্যতম 370 ধারার অবলুপ্তি (Article 370 Abrogation) ঘটিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাদ দেওয়া (Kashmir Special Status) ৷ নাগরিকত্ব আইনে মুসলিমদের প্রতি অন্যায় করা হয়েছে, যা অনেকেই বলেছেন ৷ পাশাপাশি মুসলিমদের উপর হিন্দুদের হিংসাত্মক আক্রমণও রয়েছে ৷