ঢাকা, 14 মে: মায়ানমার উপকূলে আছড়ে পড়ল অতিপ্রবল ঘূর্ণিঝড় মোকা । তার আগে সকাল থেকেই বাংলাদেশের উপকূল এলাকায় ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়তে শুরু করে ৷ চট্টগ্রাম ও বড়িশালের উপকূল এলাকায় ঝড়-বৃষ্টির দাপট ক্রমশ বাড়ছে বলে বাংলাদেশ আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল ৷ ঢাকা ট্রিবিউনের রিপোর্টকে উল্লেখ করে এই খবর জানায় সংবাদ সংস্থা এএনআই ৷ কয়েক ঘণ্টা আগে তাদের প্রকাশিত তথ্যে বলা হয়েছিল , সুপার সাইক্লোনে পরিণত হওয়া মোকা এই মুহূর্তে বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের সিতওয়ে উপকূলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ এরপর তা ভূখণ্ডে আছড়ে পড়ে।
আর মোকা যত উপকূলের কাছে আসছিল ততই ঝড়ের দাপট বাড়ছিল ৷ পাল্লা দিয়ে বেড়ছে বৃষ্টির পরিমাণ ৷ এর জেরে চট্টোগ্রাম ও বড়িশালে ভারীবৃষ্টি শুরু হয়েছে ৷ সেই সঙ্গে ঝড়ের দাপট বাড়ছে ৷ বাংলাদেশ আবহাওয়া দফতরের অনুমান ছিল, সুপার সাইক্লোন মোকা প্রায় 210 কিলোমিটার প্রতিঘণ্টার গতিবেগে মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছে আছড়ে পড়বে ৷ মূলত ওই এলাকা দিয়েই ঘূর্ণিঝড়ের চোখ বা সেন্টার সমতলে ঢুকবে ৷