পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Hamas-Israel War: দ্বিতীয় স্থল অভিযান ইজরায়েলের, গাজায় মৃতের সংখ্যা ছাড়াল 7 হাজার - second ground raid

Israel second ground raid into Gaza: 7 অক্টোবর দক্ষিণ ইজরায়েলে হামাসের রক্তক্ষয়ী আক্রমণের পর ইজরায়েল যে ধ্বংসাত্মক বিমান হামলা শুরু করেছে, তাতে এখনও পর্যন্ত প্যালেস্তানীয়দের মৃত্যুর সংখ্যা 7,000 ছাড়িয়ে গিয়েছে ।

Israel second ground raid into Gaza
হামাস-ইজরায়েল যুদ্ধ

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 4:43 PM IST

দেইর আল-বালাহ (গাজা), 27 অক্টোবর:যুদ্ধবিমান এবং ড্রোনের মাধ্যমে গাজায় দ্বিতীয় স্থল অভিযান চালাল ইজরায়েলি বাহিনী ৷ তারা গাজা শহরের উপকণ্ঠে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে ৷

ইরানের রেভলিউশনারি গার্ড মার্কিন বাহিনীর উপর একের পর এক হামলা চালিয়ে গেলে মার্কিন যুদ্ধবিমানও পূর্ব সিরিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত করে বলে জানিয়েছে পেন্টাগন ৷ সবমিলিয়ে তিন সপ্তাহের গাজা যুদ্ধের উত্তেজনা এতটুকুও কমেনি, বরং বেড়ে চলেছে ৷

গত 7 অক্টোবর দক্ষিণ ইজরায়েলে হামাসের রক্তক্ষয়ী অনুপ্রবেশের পালটা জবাব দিতে ইজরায়েল ধ্বংসাত্মক বিমান হামলা চালানোর প্যালেস্তাইনের 7,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ বৃহস্পতিবার নাম ও আইডি নম্বর-সহ এই তালিকা তৈরি করেছে গাজার স্বাস্থ্যমন্ত্রক ৷ মৃতদের মধ্যে 2,900-এরও বেশি অপ্রাপ্তবয়স্ক এবং 1,500 জনেরও বেশি মহিলা রয়েছেন ।

ইজরায়েলি সরকারের মতে, হামাসের প্রাথমিক আক্রমণের সময় ইজরায়েলে 1,400 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল ৷ তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন সাধারণ মানুষ ৷ হামাস গাজার অভ্যন্তরে পুরুষ, মহিলা, শিশু এবং প্রাপ্তবয়স্ক-সহ কমপক্ষে 224 জন ইজরায়েলি বন্দিকে বন্দি করে রেখেছে । বিমান হামলা সমগ্র প্রতিবেশী এলাকাকে ধুলিসাৎ করে দিয়েছে, যার ফলে যে মৃত্যু ও ধ্বংস হয়েছে তা ইজরায়েল ও হামাসের মধ্যে গত চারটি যুদ্ধে দেখা যায়নি ৷ ইজরায়েলি হামলা অব্যাহত রয়েছে ৷ 10 লক্ষেরও বেশি মানুষ তাঁদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন ।

আরও পড়ুন:গাজা যেন মৃত্যুপুরী ! উপগ্রহ চিত্রে ধরা পড়ল আঁতকে ওঠার মতো ছবি

যুদ্ধ এবং ইজরায়েলি অবরোধের ফলে যে মানবিক সংকট ছড়িয়ে পড়েছিল তা পুরো অঞ্চল জুড়ে বিক্ষোভের জন্ম দিয়েছে এবং শুক্রবারে সাপ্তাহিক মুসলিম প্রার্থনার পরে আরও বিক্ষোভ হতে পারে বলে আশা করা হচ্ছে ৷

সামরিক বাহিনী বলেছে, স্থল বাহিনী গাজার অভ্যন্তরে অভিযান চালিয়েছে, গত 24 ঘণ্টায় ডজন ডজন জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে । সামরিক বাহিনী আরও বলেছে, সৈন্যরা কোনও হতাহতের ঘটনা ছাড়াই এলাকা ছেড়ে চলে গিয়েছে । বৃহস্পতিবার ভোরে উত্তর গাজায় অভিযানের কথা জানিয়ে ইজরায়েল বলেছে যে, স্থল বাহিনী জঙ্গিদের সঙ্গে লড়াই করছে এবং লক্ষ্যবস্তুতে সফলভাবে হানা দিয়েছে ৷ প্রায় তিন সপ্তাহের বোমাবর্ষণে গাজার ক্ষয়ক্ষতি বোঝাতে যুদ্ধের আগে এবং সাম্প্রতিক দিনগুলিতে তোলা কয়েকটি স্থানের স্যাটেলাইট চিত্র প্রকাশ করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details