পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ইরাকে মোসাদের কার্যালয়ে হামলা, সিরিয়ায় আইএস ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান - Syria

Iran strikes targets in northern Iraq and Syria: যুদ্ধ এবার ইজরায়েল এবং গাজার সীমান্ত অতিক্রম করে আশপাশের দেশেও ছড়িয়ে পড়েছে ৷ তার প্রমাণ ইরানের ইরাক ও সিরিয়ায় হামলা চালানোর ঘটনা ৷

ETV Bharat
ইরাক ও সিরিয়ায় মিসাইল হামলা চালাল ইরান

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 12:56 PM IST

ইরবিল, 16 জানুয়ারি: একদিকে গুপ্তচরদের সদর কার্যালয় এবং আরেকদিকে আইএসের ঘাঁটিতে মিসাইল হামলা চালালো ইরান ৷ তাদের দাবি করেছে, সোমবার গভীর রাতে ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে ইজরায়েলের গোয়েন্দা কার্যালয়ে মিসাইল আক্রমণ চালিয়েছে তারা ৷ পাশাপাশি উত্তর সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত কয়েকটি জায়গাতে হামলা চালিয়েছে ইরান ৷ আমেরিকা ইরানের এই এলোপাথাড়ি মিসাইল হামলার তীব্র নিন্দা করেছে ৷

আমেরিকার প্রতিরক্ষা দফতর সূত্রের খবর, মার্কিন সরকার উত্তর ইরাক এবং উত্তর সিরিয়ায় আছড়ে পড়া ওই মিসাইলগুলির গতিপথ চিহ্নিত করতে পেরেছে ৷ তবে আমেরিকার কার্যালয়ের কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷

ইরবিলে মার্কিন কনস্যুলেটের কাছে মিসাইল হামলার ঘটনায় 4 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে ৷ আর জখম হয়েছেন 6 জন ৷ স্থানীয় কুরদিশ সরকারের নিরাপত্তা পরিষদ জানিয়েছে এরবিলের ওই জায়গাটি কুরদিশ অঞ্চলের অন্তর্ভুক্ত ৷ এর নিয়ন্ত্রণও কুরদিশের হাতেই ৷

এদিকে ইরানের রেভোলিউশনারি গার্ডস একটি বিবৃতিতে এই হামলার কথা স্বীকার করে নেয় ৷ তারা জানায়, ইরাকের কুরদিশ অঞ্চলে ইজরায়েলের গোয়েন্দা এজেন্সি মোসাদের সদর কার্যালয়ে হামলা চালানো হয়েছে ৷ আরেকটি বিবৃতিতে সিরিয়ায় ইসলামিক স্টেটের ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে আক্রমণ চালিয়েছে ৷

এ মাসের প্রথম দিকে ইরানের রেভোলিউশনারি গার্ডের জেনারেল কোয়াসেম সোলেমানির স্মরণসভায় জঙ্গি হামলা চালায় ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিগোষ্ঠী ৷ 2020 সালে মার্কিন ড্রোন হামলায় ওই জেনারেলের মৃত্যু হয় ৷ ইরানের কারমানে হওয়া এই হামলায় কমপক্ষে 84 জনের মৃত্যু হয় ৷ ওই অনুষ্ঠানে 284 জন জখম হয়েছে ৷

গত বছরের 7 অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস ৷ তারপর থেকে ইজরায়েল হামাস যুদ্ধ শুরু হয়েছে ৷ সেই যুদ্ধে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছিল আমেরিকা ৷ ইজরায়েল হামাস যুদ্ধ এবার প্রতিবেশী দেশগুলির মধ্যে ছড়িয়ে পড়ছে ৷

আরও পড়ুন:

  1. ইরানে জোড়া বিস্ফোরণ মৃত শতাধিক! তেহরান থেকে কয়েকশো কিমি দূরে নাশকতা
  2. বাড়ছে যুদ্ধের পরিসর, ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের উপর পালটা হামলা আমেরিকা-ব্রিটেনের
  3. সোমালিয়ায় অপহৃত মালবাহী জাহাজে 15 ভারতীয়, নজর রাখছে নৌসেনা

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details