পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Sri Lanka Economic Crisis : শ্রীলঙ্কায় বাহিনী যাচ্ছে না, ভুয়ো খবর উড়িয়ে জানাল দিল্লি - শ্রীলঙ্কায় জরুরি অবস্থা

জরুরি অবস্থার পরিস্থিতিতে শ্রীলঙ্কায় বাহিনী পাঠাচ্ছে না ভারত (India on Sri lanka Crisis and economical condition) ৷ এই সংক্রান্ত যে খবর রটেছে তা উড়িয়ে দিয়ে এমনই দাবি করল দিল্লি ৷

india-says-troops-not-going-to-sri-lanka-calls-reports-fake
শ্রীলঙ্কায় বাহিনী যাচ্ছে না, খবর উড়িয়ে দাবি দিল্লির

By

Published : Apr 3, 2022, 9:43 AM IST

নয়াদিল্লি, 3 এপ্রিল :জরুরি অবস্থা থাকাকালীন সময়েশ্রীলঙ্কায় বাহিনী পাঠাচ্ছে ভারত ! সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবর ভুয়ো বলে দাবি করল দিল্লি (India on Sri lanka Crisis and economical condition)৷ শ্রীলঙ্কায় ভারতের হাই কমিশন কঠোর ভাবে এই খবরের সত্যতা অস্বীকার করে বলেছে, সংবাদমাধ্যমের একাংশের এই খবর ভুল ও সর্বৈব মিথ্যে ৷ হাই কমিশন টুইট করে জানিয়েছে, "সংবাদমাধ্যমের একাংশ খবর করেছে যে ভারত শ্রীলঙ্কায় সেনাবাহিনী পাঠাচ্ছে ৷ চরম ভুল ও সম্পূর্ণ ভিত্তিহীন এই খবরকে কঠোর ভাবে অস্বীকার করছে হাই কমিশন (India says troops not going to Sri Lanka) ৷ এ ধরনের দায়িত্বজ্ঞানহীন খবরের নিন্দা করছে হাই কমিশন এবং আশা করছে যে এর কারণে কোনও গুজব ছড়ানো থেকে বিরত থাকবেন সবাই ৷"

আরও পড়ুন:State of Emergency in Sri Lanka : আর্থিক সঙ্কটে উত্তাল দ্বীপরাষ্ট্র, জরুরি অবস্থা ঘোষণা প্রেসিডেন্টের

কোভিড 19-এর জেরে প্রবল মন্দার মুখে শ্রীলঙ্কার অর্থনীতি ৷ পর্যটন থেকে আসা রাজস্ব তলানিতে এসে ঠেকেছে ৷ যার প্রভাব পড়ছে দ্বীপরাষ্ট্রের সাধারণ মানুষের উপর ৷ চড়ছে জিনিসপত্রের দাম, বাড়ছে লোডশেডিং ৷ এই অবস্থায় অর্থনীতিকে চাঙ্গা করতে প্রশাসনের ব্যর্থতাকে কাঠগড়ায় তুলে বিক্ষোভে সামিল হয়েছেন অনেকে ৷ রাজধানী কলম্বোয় তুমুল বিক্ষোভ ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের বাসভবনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে ৷

পরিস্থিতি বেসামাল হয়ে ওঠায় জরুরি অবস্থা জারি করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি (Sri Lanka imposed an emergency) ৷ একস্ট্রাঅর্ডিনারি গেজেট জারি করে জরুরি অবস্থা জারি করেন তিনি ৷ সন্দেহভাজন মনে হলেই অবিলম্বে গ্রেফতার করার জন্য ছাড় দেওয়া হয়েছে বাহিনীকে ৷ শ্রীলঙ্কায় পাবলিক ইমার্জেন্সির পরিস্থিতি তৈরি হয়েছে বলে কঠোর আইন গ্রহণ করা প্রয়োজন ৷ তিনি এমনটাই মনে করেন বলে জানিয়েছেন গোতাবায়া রাজাপক্ষে ৷

আরও পড়ুন :Sri Lanka crisis : বাড়ছে শ্রীলঙ্কার সংকট, রাষ্ট্রপতির বাড়ির সামনে তুমুল বিক্ষোভ

ABOUT THE AUTHOR

...view details