পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Nobel Peace Prize 2022: রুশ ও ইউক্রেনীয় মানবাধিকার সংগঠনের সঙ্গেই বেলারুশের আইনজীবীকে যৌথ নোবেল শান্তি পুরস্কার - বেলারুসের আইনজীবীকে যৌথ নোবেল শান্তি পুরস্কার

রাশিয়া ও ইউক্রেনের দুই মানবাধিকার সংস্থাকে (Human Rights Organisation) যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize 2022) দেওয়া হল ৷ তাদের সঙ্গে এই সম্মান ভাগ করেন নিলেন বেলারুশের (Belarus) আইনজীবী এলস বিয়ালিয়াতস্কি (Ales Bialiatski) ৷ তিনিও মানবাধিকার নিয়েই আদালতে মামলা লড়েন (Human Rights Advocate) ৷

human rights advocate Ales Bialiatski from Belarus gets Nobel Peace Prize 2022
Nobel Peace Prize 2022: নোবেল শান্তি পুরস্কার পেলেন বেলারুসের আইনজীবী

By

Published : Oct 7, 2022, 3:24 PM IST

Updated : Oct 7, 2022, 9:00 PM IST

স্টকহোম (সুইডেন), 7 অক্টোবর: 2022 সালের নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize 2022) পেলেন বেলারুশের (Belarus) আইনজীবী এলস বিয়ালিয়াতস্কি (Ales Bialiatski) ৷ তিনি মূলত মানবাধিকার নিয়ে কাজ করেন (Human Rights Advocate) ৷ এই সংক্রান্ত বিভিন্ন মামলা নিয়েই লড়াই করেন আদালতে ৷ লক্ষ্যণীয় বিষয় হল, এলস একা এই সম্মান পাননি ৷ যৌথভাবে একই পুরস্কার পেয়েছে রুশ মানবাধিকার সংগঠন (Russian Human Rights Organisation) মেমোরিয়াল (Memorial) এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা (Ukrainian Human Rights Organisation) সেন্টার ফর সিভিল লিবার্টিস (Center for Civil Liberties) ৷

শুক্রবার নোবেল কর্তৃপক্ষের তরফে এই প্রসঙ্গে একটি টুইট করা হয় ৷ তাতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রুশ এবং ইউক্রেনীয় সংস্থা দু'টি মানবাধিকার রক্ষার স্বার্থে বহু বছর ধরে কাজ করে চলেছে ৷ এই ক্ষেত্রে তাদের অবদান অপরিসীম ৷ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে এমন স্বীকৃতি সংশ্লিষ্ট দুই দেশের কাছেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

আরও পড়ুন:সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি আর্নোউ

নোবেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধ অপরাধ সংক্রান্ত অসংখ্য ঘটনা নথিবদ্ধ করে রাখার কাজে অসামান্য দক্ষতা দেখিয়েছে সংশ্লিষ্ট দুই সংস্থা ৷ যুদ্ধে আবহে বহু মানুষের উপর পৈশাচিক অত্যাচার করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করা হয়েছে ৷ কিন্তু, এই দুই সংস্থার সঙ্গে জড়িত ব্যক্তিরা শান্তি স্থাপনের স্বার্থে এবং মানবাধিকার রক্ষা করতে সমানে লড়ে যাচ্ছেন ৷ তাঁদের সেই লড়াইকে কুর্নিশ জানাতেই এই দুই সংস্থাকে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে ৷

অন্যদিকে, বেলারুশের আইনজীবী এলস বিয়ালিয়াতস্কি 1980-এর দশকের মাজামাঝি সময় থেকেই সমাজকর্মীর ভূমিকা পালন করে চলেছেন ৷ দেশে গণতন্ত্রের স্থায়ী প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ উন্নয়নই তাঁর একমাত্র লক্ষ্য ৷ বেলারুসে একাধিক গণতান্ত্রিক আন্দোলন শুরুর নেপথ্যে রয়েছেন এই এলস বিয়ালিয়াতস্কি ৷ প্রসঙ্গত, গত বছর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতোভ ৷

Last Updated : Oct 7, 2022, 9:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details