হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর:দেখতে দেখতে 25টা বছর পার করে ফেলল গুগল ৷ গ্রাহকদের ভালোবাসায় ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে গুগল। গত 25 বছরে এই প্রযুক্তি প্রতিষ্ঠান পরিণত হয়েছে সবচেয়ে বেশি ব্যবহারকারী ওয়েবসাইটে। জন্মদিনে তাই সেই গ্রাহকদের ধন্যবাদ জানিয়েই সেলিব্রেশনে মাতল এই সার্চ ইঞ্জিন সংস্থা। জন্মদিন সেলিব্রেশনে বদলেছে ডুডলও ৷ গত 25 বছরে এই প্রযুক্তি প্রতিষ্ঠান পরিণত হয়েছে সবচেয়ে বেশি ব্যবহারকারী ওয়েবসাইটে।
1998 সালে 27 সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু করেছিল সার্চ ইঞ্জিন গুগল। এদিন সার্চ ইঞ্জিনটির হোম পেজে গেলেই দেখা যাচ্ছে ডুডলে গুগল লেখাটির মধ্যে জুড়ে গিয়েছে 25 সংখ্যাটি। সেটিতে ক্লিক করলেই আরেকটি পেজ খুলছে। যেখানেই গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছে গুগল। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞানের ধরনকে বদলে দিয়েছে গুগল। বিশ্বে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়ন সার্ভার চালায় গুগল। দিনে 500 কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয়।