প্যারিস, 23 ডিসেম্বর:জরুরি অবতরণ বিমানের ৷ সন্দেহ মানব পাচারের ৷ আরব আমিরশাহী থেকে 303 জন ভারতীয় যাত্রী নিয়ে আমেরিকার নিকারাগুয়ায় রওনা দিয়েছিল বিমানটি ৷ হঠাৎই সন্দেহ হওয়ায় বিমানটিকে ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করানো হয় ৷ শুক্রবার এমনটাই জানানো হয়েছে ফরাসি কর্তৃপক্ষের তরফ থেকে ৷
ফরাসি সংবাদপত্র 'লে মন্ডে‘র প্রতিবেদন অনুসারে, জাতীয় অপরাধ বিরোধী সংগঠন জুনালকো এই ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে। প্যারিসের প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলেছে, বিশেষ তদন্তকারী প্রতিনিধিরা ইতিমধ্যেই বিমানে থাকা যাত্রী ও অন্যান্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে ৷ সন্দেহজনক দুই ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ফরাসি প্রশাসন ৷ এমনটাই উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট সংবাদ পত্রে ৷
সরকারি পক্ষে আইনজীবী জানান, এ340 বিমানটি রোমের একটি সংস্থা লেজেন্ড এারলাইন্সের ৷ এটি বৃহস্পতিবার 303 জন ভারতীয় যাত্রী নিয়ে আমেরিকার নিকারাগুয়া রওনা দিয়েছিল ৷ হঠাৎই প্যারিস থেকে 150 কিলোমিটার দূরে ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করে ৷ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের কাছে আগে থেকেই খবর ছিল বিমানে করে মানব পাচার হতে পারে ৷ রোমানিয়ান সংস্থার এই বিমানটি সন্দেহের তালিকায় ছিল ৷ সেই মতো ব্যবস্থা করা হয়েছিল ফ্রান্স প্রশাসনের পক্ষ থেকে ৷
'লে মন্ডে' নামক সংবাদপত্রের প্রতিবেদনে উল্লেখ করা হয় ফ্রান্সের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিতে জ্বালানি শেষ হয়ে য়াওয়া জরুরি অবতরণ করানো হয়েছিল ভ্যাট্রি বিমান বন্দরে ৷ ওই বিমানে 303 জন ভারতীয় নাগরিক ছিলেন ৷ যাঁরা সংযুক্ত আরব আমিরাশাহীতে কর্মরত বলে জানা গিয়েছে । ফ্রান্সে জরুরি অবতরণের পরে, যাত্রীদের প্রথমে বিমান থেকে নামিয়ে লাউন্জে রাখা হয় যাতে তাদের কোনও সমস্যা না হয় ৷ ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে জুনালকো, সীমান্ত পুলিশ এবং এভিয়েশন জেন্ডারমেসের তদন্তকারী দল ৷ যদিও রোমের ওই বিমান সংস্থার পক্ষ থেকে এই ঘটনা সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি ৷
আরও পড়ুন:
- প্রাগ বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুকবাজের হামলা, নিহত 14
- সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ইম্যানুয়েল ম্যাক্রোঁ, ভারতে আসতে পারেন ফরাসি প্রেসিডেন্ট
- 'ভাই 1000 শতাংশ সুস্থ রয়েছে', দাউদের মৃত্যুর খবর উড়িয়ে দাবি ছোটা শাকিলের