পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মানব পাচার সন্দেহ! 303 ভারতীয়-সহ ফ্রান্সে জরুরি অবতরণ বিমানের - সন্দেহ মানব পাচার

France grounds flight carrying 303 Indians: মানব পাচারের সন্দেহে 303 জন ভারতীয় যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ করানো হয়েছে ৷ ফ্রান্সের 'লে মন্ডে' পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংগঠিত অপরাধ বিরোধী সংগঠন জুনালকো মামলাটি তদন্ত করছে । প্যারিস প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দু‘জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

France grounds flight carrying 303 Indians
303 ভারতীয় সহ-ফ্রান্সে জরুরি অবতরণ বিমানের

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 9:15 AM IST

Updated : Dec 23, 2023, 10:10 AM IST

প্যারিস, 23 ডিসেম্বর:জরুরি অবতরণ বিমানের ৷ সন্দেহ মানব পাচারের ৷ আরব আমিরশাহী থেকে 303 জন ভারতীয় যাত্রী নিয়ে আমেরিকার নিকারাগুয়ায় রওনা দিয়েছিল বিমানটি ৷ হঠাৎই সন্দেহ হওয়ায় বিমানটিকে ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করানো হয় ৷ শুক্রবার এমনটাই জানানো হয়েছে ফরাসি কর্তৃপক্ষের তরফ থেকে ৷

ফরাসি সংবাদপত্র 'লে মন্ডে‘র প্রতিবেদন অনুসারে, জাতীয় অপরাধ বিরোধী সংগঠন জুনালকো এই ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে। প্যারিসের প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলেছে, বিশেষ তদন্তকারী প্রতিনিধিরা ইতিমধ্যেই বিমানে থাকা যাত্রী ও অন্যান্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে ৷ সন্দেহজনক দুই ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ফরাসি প্রশাসন ৷ এমনটাই উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট সংবাদ পত্রে ৷

সরকারি পক্ষে আইনজীবী জানান, এ340 বিমানটি রোমের একটি সংস্থা লেজেন্ড এারলাইন্সের ৷ এটি বৃহস্পতিবার 303 জন ভারতীয় যাত্রী নিয়ে আমেরিকার নিকারাগুয়া রওনা দিয়েছিল ৷ হঠাৎই প্যারিস থেকে 150 কিলোমিটার দূরে ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করে ৷ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের কাছে আগে থেকেই খবর ছিল বিমানে করে মানব পাচার হতে পারে ৷ রোমানিয়ান সংস্থার এই বিমানটি সন্দেহের তালিকায় ছিল ৷ সেই মতো ব্যবস্থা করা হয়েছিল ফ্রান্স প্রশাসনের পক্ষ থেকে ৷

'লে মন্ডে' নামক সংবাদপত্রের প্রতিবেদনে উল্লেখ করা হয় ফ্রান্সের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিতে জ্বালানি শেষ হয়ে য়াওয়া জরুরি অবতরণ করানো হয়েছিল ভ্যাট্রি বিমান বন্দরে ৷ ওই বিমানে 303 জন ভারতীয় নাগরিক ছিলেন ৷ যাঁরা সংযুক্ত আরব আমিরাশাহীতে কর্মরত বলে জানা গিয়েছে । ফ্রান্সে জরুরি অবতরণের পরে, যাত্রীদের প্রথমে বিমান থেকে নামিয়ে লাউন্জে রাখা হয় যাতে তাদের কোনও সমস্যা না হয় ৷ ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে জুনালকো, সীমান্ত পুলিশ এবং এভিয়েশন জেন্ডারমেসের তদন্তকারী দল ৷ যদিও রোমের ওই বিমান সংস্থার পক্ষ থেকে এই ঘটনা সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি ৷

আরও পড়ুন:

  1. প্রাগ বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুকবাজের হামলা, নিহত 14
  2. সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ইম্যানুয়েল ম্যাক্রোঁ, ভারতে আসতে পারেন ফরাসি প্রেসিডেন্ট
  3. 'ভাই 1000 শতাংশ সুস্থ রয়েছে', দাউদের মৃত্যুর খবর উড়িয়ে দাবি ছোটা শাকিলের
Last Updated : Dec 23, 2023, 10:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details