পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Colombian Serial Killer: 190টিরও বেশি শিশুর খুনি, প্রয়াত কলম্বিয়ার কুখ্যাত 'দ্য বিস্ট' - 190টিরও বেশি শিশুকে হত্যা

সে কলম্বিয়ার কুখ্যাত সিরিয়াল কিলার লুইস আলফ্রোডো গারাভিটো ৷ 190টিরও বেশি শিশুকে হত্যা করেছে সে ৷ শুধু তাই নয়, আদালতে অপরাধের কথা স্বীকারও করে নিয়েছে । গতকাল একটি হাসপাতালে মৃত্যু হয় আলফ্রোডোর ৷

ETV bharat
কলম্বিয়ার সিরিয়াল কিলার লুইস আলফ্রোডো গারাভিটো

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 11:19 AM IST

Updated : Oct 13, 2023, 11:45 AM IST

বগোটা, 13 অক্টোবর: একটি বা দুটি নয়, মোট 190 টি শিশুকে খুন করেছে লুইস আলফ্রেডো গারাভিটো ৷ বৃহস্পতিবার তার মৃত্যু হল ৷ বয়স হয়েছিল 66 ৷ জেল কর্তৃপক্ষ জানিয়েছে, কলম্বিয়ার একটি হাসপাতালে আলফ্রোডোর মৃত্যু হয় ৷ সে 'দ্য বিস্ট' নামেও পরিচিত ৷ বিভিন্ন বয়সের 190টিরও বেশি শিশুকে হত্যা করেছে সে ৷ আদালতে খুনের বিষয়টি স্বীকারও করেছে আলফ্রোডো ৷

জানা গিয়েছে, সে মূলত দুঃস্থ পরিবারের শিশুদেরই নিশানা করত ৷ 8-16 বছরের শিশুদের লোভ দেখিয়ে অপহরণ করত কলম্বিয়ার কুখ্যাত সিরিয়াল কিলার লুইস আলফ্রেডো গারাভিটো ৷ সাধু সেজে, কখনও বা ঘরহারাদের বেশে আবার কখনও রাস্তায় ঘুরেবেড়ানো হকার হয়ে শিশুদের কাছে ডেকে নিতেন ৷ এরপর অপহরণ করতেন ৷ তাদের কখনও যৌন হেনস্থা, কখনও ধর্ষণ করে হত্যা করত 'দ্য বিস্ট' ৷

1957 সালের কলম্বিয়ায় জন্মগ্রহণ করে লুইস আলফ্রেডো গারাভিটো ৷ পরে সে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শিশুদের অপহরণ করত ৷ 1999 সালে ধর্ষণের অভিযোগ গারাভিটোকে গ্রেফতার করা হয় ৷ এক বিচারপতি তাকে জিজ্ঞেস করেন, কলম্বিয়ার 59টি জায়গায় 114 জন শিশুর দেহ উদ্ধার হয়েছে ৷ 1994 সাল থেকে এই দেহগুলি উদ্ধারের কাজ শুরু হয় ৷ এই শিশুদের খুনে কি লুইস আলফ্রেডো জড়িত ? সে কথা স্বীকার করে নেয় গারাভিটো ৷ এমনকী এর জন্য ক্ষমা প্রার্থনা করে সে ৷ সে আরও স্বীকার করে নেয়, 190টিরও বেশি শিশুকে হত্যা করেছে ৷

ওই বছরে মামলার শুনানি চলাকালীন গারাভিটো ওই শিশুদের পরিবারের কাছে ক্ষমা চায় ৷ সে বলে, "আমি যা কিছু করেছি, তার জন্য ক্ষমা চাইছি ৷ আমি স্বীকার করে নিচ্ছি ৷ হ্যাঁ, আমি ওদের খুন করেছি ৷ শুধু তাই নয়, আমি বাকিদেরও খুন করেছি ৷" সম্প্রতি গারাভিটোর জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়টি বিবেচনা করা হয় ৷ 50টি মামলায় সাজাপ্রাপ্ত গারাভিটো এক পঞ্চমাংশ সময় জেলে কাটিয়েছে ৷ তবে 2021 সালে কলম্বিয়ার তৎকালীন প্রেসিডেন্ট অবশ্য তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি খারিজ করে দেন ৷ এবার তার মৃত্যু হল।

আরও পড়ুন: চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, আটক নাবালক

Last Updated : Oct 13, 2023, 11:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details