লন্ডন, 11 জুন:শহরের উষ্ণতম দিনে...৷ আমাদের শহর কলকাতা নয় ৷ শনিবার রানির শহরে তাপমাত্রা ছাড়িয়ে গেল 30 ডিগ্রি সেলসিয়াস ৷ বছরের উষ্ণতম দিনের সাক্ষী থাকল ব্রিটেন ৷ আর সূর্যের প্রখর তাপে সাহেবি আদব-কায়দায় সোয়েটার-টুপির ইউনিফর্ম পরে মহড়া দিতে গিয়ে জ্ঞান হারালেন তিন ইংরেজ সৈনিক ৷ তাও আবার প্রিন্স উইলিয়ামের সামনেই ৷
শনিবার প্রিন্স উইলিয়ামের সামনে ট্রুপিং দ্য কালারের চূড়ান্ত মহড়া চলছিল ৷ সেই সময়ই এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ মিডিয়া ৷ মহড়ার সময় রীতি মেনে ইংরেজ সেনারা উলের তৈরি টিউনিক এবং ভালুকের চামড়ার টুপি পরেছিলেন ৷ এরইমধ্যে গরম সহ্য করতে না আচমকা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিন সৈনিক ৷ তীব্র গরমে এই প্যারেডের কথা জানিয়ে টুইট করেছেন প্রিন্স উইলিয়াম ।
তিনি লিখেছেন, "প্রত্যেক সৈনিককে অনেক ধন্যবাদ, যাঁরা আজ সকালে গরমে কর্নেলের রিভিউতে অংশ নিয়েছিলেন । কঠিন পরিস্থিতি কিন্তু আপনারা সবাই সত্যিই ভালো কাজ করেছেন । ধন্যবাদ ।" পরে আরও একটি টুইটে তিনি লিখেছেন, "এই ধরনের একটি ইভেন্টে যে কঠোর পরিশ্রম এবং প্রস্তুতি নেওয়া হয়, তার কৃতিত্ব ইভেন্টের সঙ্গে জড়িত সকলের, বিশেষ করে আজকের পরিস্থিতিতে ।"
পরের সপ্তাহে রাজার জন্মদিনের প্যারেডের সময় ট্রুপিং দ্য কালার ইভেন্টটি হবে ৷ তার আগে শনিবারের মহড়ায় প্যারেডের একটা আভাস পেতে হাজার হাজার মানুষ সেন্ট জেমস পার্কে ভিড় জমিয়েছিলেন । রঙিন ইভেন্টে কয়েকশো ঘোড়া এবং সৈন্য সামরিক সঙ্গীতের সঙ্গে জটিল যুদ্ধক্ষেত্রের কৌশলের মহড়া দেন ৷ এরই মধ্যে তীব্র গরমে অজ্ঞান হয়ে পড়েন তিনজন সৈনিক ৷ সঙ্গে সঙ্গে তাঁদের স্ট্রেচারে করে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ও চিকিৎসার ব্যবস্থা হয় ৷ প্যারেড গ্রাউন্ড থেকে দুজন তাঁদের সাহায্য করেন ।
আরও পড়ুন:বর্ষা আসছে বাংলায়, গরম থেকে কবে মুক্তি? জানাল হাওয়া অফিস
কার্ডিফের সৈনিক 18 বছরের জেমস ক্যালফোর্ড ওয়েলশ গার্ডের সর্বকনিষ্ঠ হিসেবে এই মহড়ায় অংশ নিয়েছিলেন ৷ তিনি এই মহড়ার বর্ণনা দিয়ে বলেন, "বাঁ হাতে 200 কেজি ডাম্বেল নিয়ে একটি সওনাতে (sauna) দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি মনে হচ্ছিল ।"
এই রকম তীব্র তাপপ্রবাহের মধ্যে সৈনিকদের উলের টিউনিক এবং ভালুকের চামড়ার টুপি পরার যৌক্তিকতা কী, সেই প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা ৷ এর আগেও, অনেকে ব্রিটিশদের কড়া 'প্রোটোকল' নিয়ে তাঁদের আপত্তির কথা জানিয়েছেন ৷ তাঁদের দাবি, রাজকীয় প্রোটোকল মেনে চলতে গিয়ে অনেক ক্ষেত্রেই তার প্রভাব পড়ে সৈন্যদের স্বাস্থ্যের উপর ৷ এ দিনের ঘটনা সেই প্রশ্নই আবারও উসকে দিল ৷