নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর : ভারত ও আফগানিস্তানের মধ্যে অসামরিক বিমান পরিষেবা শুরু করতে এদেশের বিমান পরিষেবা নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ’কে চিঠি দিল তালিবান নিয়ন্ত্রিত আফগান অসামরিক বিমান পরিষেবা সংস্থা ৷ তবে, এ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ৷ প্রসঙ্গত, গত 15 অগস্ট শেষবার এয়ার ইন্ডিয়া অসামরিক বিমান চালিয়েছিল আফগানিস্তান এবং ভারতের মধ্যে ৷ শেষ বিমানটি ভারতী সহ অন্যান্য দেশের নাগরিকদের নিয়ে কাবুল থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৷ সেই দিনই কাবুলের দখল নিয়েছিল তালিবানি জঙ্গিরা ৷ আর তার পরের দিন 16 অগস্ট আফগানিস্তানের আকাশপথ তাদের নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়ে দেয় সেখানকার অসামরিক বিমান পরিষেবা নিয়ন্ত্রক সংস্থা ৷
আফগান সিভিল অ্যাভিয়েশন অথরিটির তরফে 7 সেপ্টেম্বর ওই চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ৷ যেখানে আফগান সিভিল অ্যাভিয়েশন অথরিটির ভারপ্রাপ্ত মন্ত্রী আলহাজ হামিদুল্লাহ আখুনজাদা ডিজিসিএ-কে অনুরোধ করেছেন, যাতে আরিয়ানা আফগান এয়ারলাইন এবং কাম এয়ারকে ভারত ও আফগানিস্তানের মধ্যে বিমান পরিষেবা চালু করতে অনুমতি দেওয়া হয় ৷ তবে, ওই চিঠিতে মার্কিন সেনার বিরুদ্ধে কাবুল বিমানবন্দরকে ধ্বংস করে দেওয়ার অভিযোগও করেছেন ওই তালিব নেতা ৷ আখুনজাদা তাঁর লেখা ওই চিঠিতে জানিয়েছেন, ‘‘আপনারা ভাল মতোই জানেন, সম্প্রতি আমেরিকান সেনা সরে যাওয়ার আগে কাবুল বিমানবন্দর ধ্বংস এবং অকার্যকর করে দিয়ে গিয়েছে ৷’’
আরও পড়ুন : Fumio Kishida : জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ফুমিও কিশিদা