পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Afghanistan : ভারতের সঙ্গে অসামরিক বিমান পরিষেবা শুরু করতে চেয়ে চিঠি আফগানিস্তানের - আফগান সিভিল অ্যাভিয়েশন অথরিটির ভারপ্রাপ্ত মন্ত্রী আলহাজ হামিদুল্লাহ আখুনজাদা

ভারত ও আফগানিস্তানের মধ্যে অসামরিক বিমান পরিষেবা শুরু করতে ডিজিসিএ’কে চিঠি তালিবান নিয়ন্ত্রিত আফগান অসামরিক বিমান পরিষেবা সংস্থার ৷ আফগান সিভিল অ্যাভিয়েশন অথরিটির তরফে 7 সেপ্টেম্বর ওই চিঠি দেওয়া হয়েছে ৷ আফগান সিভিল অ্যাভিয়েশন অথরিটির ভারপ্রাপ্ত মন্ত্রী আলহাজ হামিদুল্লাহ আখুনজাদা ডিজিসিএ-কে ওই চিঠি লিখেছে ৷

taliban-controlled-civil-aviation-authority-writes-to-dgca-to-resume-commercial-flights-between-india-and-afghanistan
ডিজিসিএ’কে অসামরিক বিমান পরিষেবা চালুর আর্জি জানিয়ে চিঠি আফগান সিভিল অ্যাভিয়েশনের

By

Published : Sep 29, 2021, 9:58 PM IST

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর : ভারত ও আফগানিস্তানের মধ্যে অসামরিক বিমান পরিষেবা শুরু করতে এদেশের বিমান পরিষেবা নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ’কে চিঠি দিল তালিবান নিয়ন্ত্রিত আফগান অসামরিক বিমান পরিষেবা সংস্থা ৷ তবে, এ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ৷ প্রসঙ্গত, গত 15 অগস্ট শেষবার এয়ার ইন্ডিয়া অসামরিক বিমান চালিয়েছিল আফগানিস্তান এবং ভারতের মধ্যে ৷ শেষ বিমানটি ভারতী সহ অন্যান্য দেশের নাগরিকদের নিয়ে কাবুল থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৷ সেই দিনই কাবুলের দখল নিয়েছিল তালিবানি জঙ্গিরা ৷ আর তার পরের দিন 16 অগস্ট আফগানিস্তানের আকাশপথ তাদের নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়ে দেয় সেখানকার অসামরিক বিমান পরিষেবা নিয়ন্ত্রক সংস্থা ৷

আফগান সিভিল অ্যাভিয়েশন অথরিটির তরফে 7 সেপ্টেম্বর ওই চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ৷ যেখানে আফগান সিভিল অ্যাভিয়েশন অথরিটির ভারপ্রাপ্ত মন্ত্রী আলহাজ হামিদুল্লাহ আখুনজাদা ডিজিসিএ-কে অনুরোধ করেছেন, যাতে আরিয়ানা আফগান এয়ারলাইন এবং কাম এয়ারকে ভারত ও আফগানিস্তানের মধ্যে বিমান পরিষেবা চালু করতে অনুমতি দেওয়া হয় ৷ তবে, ওই চিঠিতে মার্কিন সেনার বিরুদ্ধে কাবুল বিমানবন্দরকে ধ্বংস করে দেওয়ার অভিযোগও করেছেন ওই তালিব নেতা ৷ আখুনজাদা তাঁর লেখা ওই চিঠিতে জানিয়েছেন, ‘‘আপনারা ভাল মতোই জানেন, সম্প্রতি আমেরিকান সেনা সরে যাওয়ার আগে কাবুল বিমানবন্দর ধ্বংস এবং অকার্যকর করে দিয়ে গিয়েছে ৷’’

আরও পড়ুন : Fumio Kishida : জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ফুমিও কিশিদা

প্রসঙ্গত, গত 6 সেপ্টেম্বর এয়ারম্যানদের উদ্দেশ্যে জারি করা একটি বিজ্ঞপ্তিতে আফগান সিভিল অ্যাভিয়েশন অথরিটি জানিয়েছে, কাতারের প্রযুক্তিগত সহায়তায় কাবুল বিমানবন্দর পুনরায় চালু করা সম্ভব হয়েছে ৷ ওই তালিবান নিয়ন্ত্রিত সরকারের ওই মন্ত্রী জানিয়েছেন, ‘‘এই চিঠি দেওয়ার উদ্দেশ্য দুই দেশের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী মসৃণ যাত্রী পরিষেবা চালু করা ৷ যেখানে আমাদের জাতীয় বিমান সংস্থা তাদের নির্ধারিত বিমান চালাতে পারে ৷ আর তাই আফগানিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি আপনাদের কাছে অনুরোধ করছে অসামরিক বিমান পরিষেবা পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হোক ৷’’

আফগান সিভিল অ্যাভিয়েশন অথরিটির ডিজিসিএ-কে লেখা চিঠি

আরও পড়ুন :Narendra Modi : রাষ্ট্রসঙ্ঘে নাম না করে চিনের বিরুদ্ধে সমুদ্র অপব্যবহারের অভিযোগে সরব মোদি

তবে, আফগানিস্তানের শাসন ব্যবস্থা সম্প্রতি হওয়া বদলে ভারত কোনও মতেই খুশি নয় ৷ যার বহিঃপ্রকাশ সম্প্রতি রাষ্ট্রসংঘের সাধারণ সভাতেও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এমনকি জনগণের দ্বারা নির্বাচিত না হওয়া তালিবান সরকারকে মান্যতা না দেওয়ার আবেদন জানিয়েছেন বিশ্বের সকল দেশকে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details