জেনেভা, 21 জুন: শান্তি আর মঙ্গল বয়ে নিয়ে আসে যোগ ৷ আর এই নীতিগুলি সামনে রেখেই কাজ করে রাষ্ট্রসংঘ ৷ ষষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবসে একথা জানালেন রাষ্ট্রসংঘের ডিরেক্টর জেনেরাল তাতনিয়া ভালোভায়া ৷
যোগ শান্তির বার্তা দেয়, বললেন রাষ্ট্রসংঘের ডিরেক্টর জেনেরাল - জাতিসংঘের ডিরেক্টর জেনেরাল তাতনিয়া ভালোভায়া
আন্তর্জাতিক যোগ দিবসে একতার বার্তা দিলেন রাষ্ট্রসংঘের ডিরেক্টর জেনেরাল তাতনিয়া ভালোভায়া ৷
টুইটারে তাতনিয়া ভালোভায়া লেখেন, "যোগ শান্তি, অধিকার ও কল্যাণের বার্তা দেয় ৷ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করে আমরা একতার বার্তা দিচ্ছি ৷ এই কঠিন পরিস্থিতিতে যা খুবই প্রয়োজন ৷ পাশাপাশি জোটবদ্ধ হয়ে কাজ করার জন্যও উপযুক্ত সুযোগ ৷" প্রতিবছর 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয় ৷ চলতি বছরে ছয় বছরে পড়ল বিশ্ব যোগ দিবস ৷ কোরোনা সংক্রমণের মাঝেও এবছর গোটা বিশ্বে পালিত হচ্ছে যোগ দিবস ৷ সামাজিক দূরত্ব বজায় রেখে যোগ ব্যায়াম করতে দেখা যাচ্ছে অনেককে ৷
যোগের মাধ্যমে শান্তি ও ঐক্যের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ আন্তর্জাতিক যোগ দিবসের সকালে তিনি বলেন, "যোগ করলে মনে শান্তি আসে । যোগাভ্যাস দূরত্ব কমায়, বন্ধুত্ব বাড়ায় । যোগ ঐক্যও বাড়াতে সাহায্য করে । রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় তাই কোরোনা পরিস্থিতিতে যোগের গুরুত্ব বেড়েছে । কিন্তু এই সময় বাড়ি বসেই যোগাভ্যাস করুন ।"