জেনিভা, 26 মে : কোরোনা প্রতিরোধে হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগের উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করল WHO । রোগীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । গত সপ্তাহে দ্য ল্যানসেটের প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, COVID-19 পজ়িটিভ রোগীদের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ তাঁদের মৃত্যুর ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে । তারপরই এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে নিষেধাজ্ঞা জারি করে WHO । গতকাল একটি প্রেস বিবৃতিতে একথা জানান WHO-র প্রধান টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসস।
তিনি বলেন, "বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে কোরোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে, তাতে কয়েকটি গ্রুপ হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে । বিশ্বে বহু হাসপাতালে এই ওষুধ নিয়ে কাজ শুরু হয় । কারণ অনেক গবেষণাই দাবি করছিল, কোরোনা আক্রান্ত রোগীদের উপর এই ওষুধ প্রয়োগ করলে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে । কিন্তু সম্প্রতি একটি গবেষণা বলছে, এই ওষুধ ব্যবহারে মৃত্যুর ঝুঁকি বাড়ছে । তাই আপাতত এর পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল । ডেটা সেফটি মনিটরিং বোর্ডের পর্যালোচনার পর WHO-এর এগজ়িকিউটিভ গ্রুপ এই সিদ্ধান্ত নিয়েছে । তবে, এক্ষেত্রে অন্যান্য যেসকল পরীক্ষামূলক প্রয়োগ চলছে তা চলবে ।"