পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আন্তর্জাতিক সমর্থন ছাড়াই কাশ্মীর ইশুতে যে কোনও পর্যায়ে যেতে পারি: ইমরান - Jammu and Kashmir

নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর আন্তর্জাতিক স্তরে ধাক্কা খেয়েছে পাকিস্তান ৷ যদিও তা মানতে নারাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷

ইমরান খান

By

Published : Aug 26, 2019, 8:02 PM IST

Updated : Aug 26, 2019, 8:38 PM IST

ইসলামাবাদ, 26 অগাস্ট : অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের পর আন্তর্জাতিক স্তরে ফের ধাক্কা খেল পাকিস্তান ৷ কারণ সেই বৈঠকেই নরেন্দ্র মোদির সঙ্গে সুর মিলিয়ে কাশ্মীর ইশুকে দ্বিপাক্ষিক বলে মেনে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও ৷ তবে এরপরও হার মানতে নারাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ উলটে তাঁর দাবি, সাফল্যের সঙ্গে তাঁরা কাশ্মীর ইশুকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পেরেছেন ৷ হোয়াইট হাউজ়ের সমর্থন ছাড়াই পাকিস্তান যে কোনও পদক্ষেপ নিতে পারে বলে হাবেভাবে বুঝিয়েও দিয়েছেন তিনি ৷ বলেন, "তাঁরা (আন্তর্জাতিক মহল) সমর্থন করুক বা না করুক, পাকিস্তান (কাশ্মীর প্রসঙ্গে) যে কোনও পর্যায়ে যেতে পারে ৷"

ফ্রান্সে অনুষ্ঠিত G-7 সম্মেলনের মাঝেই আজ বৈঠক করেন নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প ৷ বৈঠকে মোদি সাফ জানিয়ে দেন, কাশ্মীর ইশু একেবারেই ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় ৷ তাতে সায় দেন ট্রাম্পও ৷ নিজের আগের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে ট্রাম্প জানান, কাশ্মীর ইশুতে মধ্যস্থতার কোনও প্রয়োজন নেই । এই সমস্যার সমাধান দুই দেশ মিলেই করবে ৷

G-7 সম্মেলনের মাঝে পার্শ্ববৈঠকে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প

যদিও ট্রাম্পের মন্তব্যের পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, "কাশ্মীর ইশুকে আমরা আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে সফল হয়েছি ৷ আমরা বিশ্বের বিভিন্ন নেতা ও দূতাবাসের সঙ্গে কথা বলেছি ৷ 1965 সালের পর রাষ্ট্রসংঘ প্রথমবার কাশ্মীর প্রসঙ্গে বৈঠক ডাকে ৷ এমন কী, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও কাশ্মীর জায়গা করে নিয়েছে ৷" আগামীদিনেও রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রয়াস জারি থাকবে বলে জানান তিনি ৷ বলেন, "27 সেপ্টেম্বর আমি রাষ্ট্রসংঘের সাধারণ সভায় কথা বলব ৷ আর কাশ্মীর ইশুকে বিশ্বের সামনে তুলে ধরব ৷ " পরোক্ষে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে ইমরান বলেন, "যদি এই দ্বন্দ্ব যুদ্ধের দিকে গড়ায়, মনে রাখবেন দু'দেশেরই পরমাণু ভাণ্ডার রয়েছে ৷ পরমাণু যুদ্ধে কেউ জয়ী হয় না ৷ এর প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ৷ এক্ষেত্রে বিশ্বের শক্তিধর দেশগুলির গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে ৷"

কাজে এল না ইমরান খানের অ্যামেরিকা সফর
Last Updated : Aug 26, 2019, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details