পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বরিস জনসনের সঙ্গে মারিনা হুইলারের বিবাহ বিচ্ছেদ সম্পূর্ণ - মেরিনা হুইলার

1993 সালে বিয়ে করেছিলেন বরিস ও মারিনা । তাঁদের চার সন্তান রয়েছে । 2018 সালে বিচ্ছেদের কথা ঘোষণা করেন তাঁরা ।

UK PM
বরিস জনসন

By

Published : May 8, 2020, 1:00 AM IST

লন্ডন, 7 মে : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী মারিনা হুইলারের বিবাহ বিচ্ছেদ সম্পূর্ণ হল । এর ফলে ক্যারি সাইমন্ডসের সঙ্গে তাঁর বিয়েতে আর কোনও বাধা রইল না ।

হুইলার ফেব্রুয়ারিতে বিবাহ বিচ্ছেদের জন্য ডিক্রির আবেদন করেছিলেন । এদিকে বরিস জনসন ও ক্যারি সাইমন্ডসের প্রথম সন্তান উইলফ্রেড লরি নিকোলাসের জন্ম হয় 29 এপ্রিল । কোরোনামুক্তির পর বরিস তাঁর পুত্রসন্তানের নাম চিকিৎসক নিক হার্ট এবং নিক প্রাইসের নামে রেখেছেন ।

1993 সালে বিয়ে করেছিলেন বরিস ও মারিনা । তাঁদের চার সন্তান রয়েছে । 2018 সালে বিচ্ছেদের কথা ঘোষণা করেন তাঁরা । এরপর 2019-এর শুরু থেকে সাইমন্ডসের সঙ্গে সম্পর্কে জড়ান বরিস । সাইমন্ডস নিজেও কনজ়ার্ভেটিভ পার্টির সদস্য ।

এদিকে 2009 সালে হেলেন ম্যাকিনটায়ার নামে এক শিল্প পরামর্শদাতার সঙ্গেও নাম জড়ায় বরিসের । তাঁর সন্তানের বাবাও হন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details