মারিউপোল, 10 মার্চ : ধ্বংসস্তূপের পরিণত হয়েছে হাসপাতালটি ৷ ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের এই মেটারনিটি হাসপাতালে বহু গর্ভবতী মহিলা শিশু জন্ম দেওয়ার অপেক্ষায় ছিলেন ৷ ছিল বহু শিশু ৷ কিন্তু রাশিয়ার আক্রমণে বহু শিশু এখন ধ্বংসস্তূপের নিচে ৷ জখম সন্তানসম্ভাবনাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে (Russian army bombardment of the Maternity Hospital, Childrenʼs Hospital in Mariupol Ukraine) ৷ কিভ-এর পশ্চিমে অবস্থিত আরেকটি শহরের হাসপাতালে বোমা ছোড়ে রাশিয়ান বাহিনী ৷
বুধবার বিশ্ব স্বাস্থ্য (World Health Organization, WHO) সংস্থা নিশ্চিত করেছে, 24 ফেব্রুয়ারি থেকে দু'সপ্তাহ ধরে ইউক্রেনের 18টি হাসপাতালে আক্রমণ করেছে ৷ ইউক্রেনের আধিকারিকেরা জানিয়েছে, মারিউপোলে একটি মেডিক্য়াল কমপ্লেক্সে 17 জন আহত হয়েছেন ৷ একের পর এক বিস্ফোরণে এক মাইলেরও বেশি জায়গা কেঁপে উঠেছিল ৷ জানলাগুলো ভেঙে গিয়েছে ৷ একটি বাড়ির সামনের অংশটা পুরোপুরি ভেঙে গিয়েছে ৷ পুলিশ আর সৈন্যরা মিলে উদ্ধারকার্য চালাচ্ছে ৷ রক্তাক্ত গর্ভবতী মহিলাদের স্ট্রেচারে করে বের করে নিয়ে আসছে ৷ পাশে বিস্ফোরণের আগুনে জ্বলছে গাড়ি ৷