পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Russian Airstrike Maternity Hospital : মারিউপোলে মাতৃ হাসপাতালে রাশিয়ার আক্রমণ, ধ্বংসস্তূপে নিচে আটকে শিশু - world health organization

রাশিয়ার ইউক্রেন আক্রমণ জারি রয়েছে ৷ গত দু'সপ্তাহে মোট 18টি হাসপাতালে বোমা ফেলেছে রাশিয়া ৷ মঙ্গলবার মারিউপোল মাতৃ হাসপাতাল তার মধ্যে অন্যতম (Russian Airstrike Maternity Hospital) ৷

Wounded Pregnant Women in Mariupol
জখম গর্ভবতীকে উদ্ধার করার কাজ চলছে

By

Published : Mar 10, 2022, 1:34 PM IST

মারিউপোল, 10 মার্চ : ধ্বংসস্তূপের পরিণত হয়েছে হাসপাতালটি ৷ ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের এই মেটারনিটি হাসপাতালে বহু গর্ভবতী মহিলা শিশু জন্ম দেওয়ার অপেক্ষায় ছিলেন ৷ ছিল বহু শিশু ৷ কিন্তু রাশিয়ার আক্রমণে বহু শিশু এখন ধ্বংসস্তূপের নিচে ৷ জখম সন্তানসম্ভাবনাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে (Russian army bombardment of the Maternity Hospital, Childrenʼs Hospital in Mariupol Ukraine) ৷ কিভ-এর পশ্চিমে অবস্থিত আরেকটি শহরের হাসপাতালে বোমা ছোড়ে রাশিয়ান বাহিনী ৷

বুধবার বিশ্ব স্বাস্থ্য (World Health Organization, WHO) সংস্থা নিশ্চিত করেছে, 24 ফেব্রুয়ারি থেকে দু'সপ্তাহ ধরে ইউক্রেনের 18টি হাসপাতালে আক্রমণ করেছে ৷ ইউক্রেনের আধিকারিকেরা জানিয়েছে, মারিউপোলে একটি মেডিক্য়াল কমপ্লেক্সে 17 জন আহত হয়েছেন ৷ একের পর এক বিস্ফোরণে এক মাইলেরও বেশি জায়গা কেঁপে উঠেছিল ৷ জানলাগুলো ভেঙে গিয়েছে ৷ একটি বাড়ির সামনের অংশটা পুরোপুরি ভেঙে গিয়েছে ৷ পুলিশ আর সৈন্যরা মিলে উদ্ধারকার্য চালাচ্ছে ৷ রক্তাক্ত গর্ভবতী মহিলাদের স্ট্রেচারে করে বের করে নিয়ে আসছে ৷ পাশে বিস্ফোরণের আগুনে জ্বলছে গাড়ি ৷

আরও পড়ুন : Russia may use chemical weapons : ইউক্রেনে রাসায়নিক অস্ত্রে আঘাত হানতে পারে রাশিয়া, সতর্ক করল আমেরিকা

প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনক্সি জানিয়েছেন, মারিউপোলে বিস্ফোরণের ফলে বাচ্চা এবং অন্য অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে ৷ রাতে তিনি একটি ভিডিয়ো বার্তায় প্রশ্ন করেন, "একটা বাচ্চাদের হাসপাতাল ৷ মায়েদের হাসপাতাল, যেখানে শিশুরা জন্মগ্রহণ করে ৷ রাশিয়ান ফেডারেশন কী ধরনের দেশ ? তারা হাসপাতালকে ভয় পায়, শিশুর জন্ম দেওয়া হাসপাতালকে ভয় পায় আর তাদের ধ্বংস করে ?"

রাশিয়া ইউক্রেনের উপর হামলা শুরু করার পর থেকে এখনও অবধি হাসপাতাল, অ্যাম্বুলেন্সের উপর বোমা বর্ষণ করেছে ৷ এতে 10 জন প্রাণ হারিয়েছেন, জানিয়েছে হু ৷ তবে এর মধ্যে ওই মেটারনিটি হাসপাতালে জখমদের নাম আছে কি না, তা নিশ্চিত নয় ৷

ABOUT THE AUTHOR

...view details