লন্ডন, 6 এপ্রিল: কোরোনা পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হল ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসনকে । প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, 10 দিন আগে তাঁর কোরোনা পজ়িটিভ ধরা পড়েছিল । 27 মার্চ প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তাঁর কোভিড-19-এর প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে । এরপর তিনি ডওনিং স্ট্রিটের আবাসনে সাতদিনের জন্য সেলফ আইসোলেশনে থাকেন ।
10 দিন আগে ধরা পড়েছিলেন কোরোনা পজ়িটিভ, হাসপাতালে ব্রিটেনের প্রধানমন্ত্রী
ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন জানিয়েছেন তাঁর কোরোনার প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে । তিনি সেলফ আইসোলশনে রয়েছেন ।
এক সপ্তাহ পর শুক্রবার (3 এপ্রিল) থেকে তিনি পুনরায় সরকারি কাজকর্ম শুরু করেছেন । তবে এখনও পুরোপুরি সুস্থ হননি তিনি । কারণ তাঁর শরীরে উচ্চ তাপমাত্রা রয়েছে । মেনে চলতে হচ্ছে কিছু বিধি-নিষেধ । তাই আপতত তিনি বাড়িতে থেকেই সরকরি কাজ সামলাবেন বলে জানা গেছে । তাঁর দপ্তরের এক আধিকারিকের কথায়, "সতর্কতার কারণেই এই পদক্ষেপ । অল্প লক্ষণ দেখা দিতে প্রাথমিক অবস্থাতেই পরীক্ষা করা হয়েছিল । কিন্তু 10 দিন কেটে গেলেও এখনও পুরোপুরি সু্স্থ হননি প্রধানমন্ত্রী । কোরোনার লক্ষণগুলো এখনও খানিকটা রয়েছে ।" যেহেতু এখনও কোরোনার লক্ষণগুলো পুরোপুরিভাবে নির্মূল হয়নি তাই আগাম সতর্কতার জন্যই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।
জনসনের ঘনিষ্ঠ উপদেষ্টা ডমিনিক কামমিংসও সেলফ আইসোলেশনে রয়েছেন । একটি ভিডিয়ো মেসেজে জনসন জানিয়েছেন, "এখন অনেকটা সুস্থ বোধ করছি । আমি 7 দিনের সেলফ আইসোলশনে ছিলাম । কিন্তু দুঃখের বিষয়, এখনও কিছু লক্ষণ রয়েছে । জ্বরও কমেনি । তাই সরকারি নির্দেশিকা মেনে আমি যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছি ততদিন আইসোলেশনে থাকব ।" অপরদিকে স্বাস্থ্য সচিব হ্যানকক জানিয়েছেন, "প্রধানমন্ত্রী ঠিক আছেন । আমার সঙ্গে ওঁর প্রতিদিনই বেশ কয়েকবার করে কথা হয় । কোভিড 19-এর প্রাথমিক লক্ষণ ধরা পড়ছে অনেকের । অনেকের অবস্থা আবার গুরুতর । তবে প্রধামন্ত্রীর ক্ষেত্রে অবস্থা ততটা গুরুতর নয় । প্রাথমিক অবস্থাতেই ধরা পড়েছে । তিনি যথেষ্ট সচেতন রয়েছেন ।"