পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

হেপাটাইটিস সি ভাইরাসের সন্ধান, চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় ত্রয়ীর - Nobel Prize in Medicine

ঘোষিত হল 2020 সালের চিকিৎসা বিজ্ঞান বিভাগে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম । এবছর যুগ্মভাবে নোবেল সম্মান পেলেন হারভে জে অলটার, মাইকেল হাউটন ও চার্লস এম রাইস ।

নোবেল পুরস্কার
নোবেল পুরস্কার

By

Published : Oct 5, 2020, 3:23 PM IST

Updated : Oct 5, 2020, 6:46 PM IST

স্টকহোম, 5 অক্টোবর : ঘোষিত হল 2020 সালের চিকিৎসা বিজ্ঞান বিভাগে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম । এবছর যৌথভাবে মেডিসিনে নোবেল পেলেন হারভে জে অলটার, মাইকেল হাউটন ও চার্লস এম রাইস । হেপাটাইটিস সি ভাইরাসের সন্ধান দেওয়ার জন্য তাঁদের নোবেল সম্মানে সম্মানিত করা হয় ।

নোবেল কমিটির প্রধান থমাস পার্লম্যান আজ স্টকহোমে মেডিসিনে নোবেলজয়ীদের নাম ঘোষণা করেন ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর সাত কোটিরও বেশি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত হন । গড়ে প্রায় চার লাখ মানুষ প্রাণ হারান হেপাটাইটিসে । যকৃতের প্রদাহ ও ক্যানসারের অন্যতম কারণ এই ক্রনিক রোগ ।

নোবেল পুরস্কার হিসেবে একটি সোনার পদক এবং এক কোটি সুইডিশ ক্রোনর দেওয়া হয় । এক কোটি সুইডিশ ক্রোনরের অর্থমূল্য 11 লাখ 18 হাজার অ্যামেরিকান ডলারেরও বেশি । সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের স্মৃতিতে এই পুরস্কার দেওযা হয় ।

এবছর কোরোনা সংক্রমণের পরিস্থিতিতে মেডিসিনে নোবেল পুরস্কার আলাদা মাত্রা পেয়েছে । সমাজ ও অর্থনীতির উপর চিকিৎসা সংক্রান্ত গবেষণার যে প্রভাব রয়েছে, তা এই পরিস্থিতিতে আরও বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ।

মেডিসিন ছাড়াও পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে বিশিষ্ট অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় । মেডিসিন বিভাগের পুরস্কার প্রাপকদের নামই আজ ঘোষণা করা হল । বাকি বিভাগগুলির পুরস্কার প্রাপকদের নাম আগামীদিনে জানানো হবে ।

Last Updated : Oct 5, 2020, 6:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details