মস্কো, 12 অগস্ট : রাশিয়া (Russia)-তে পর্যটকদের নিয়ে একটি হ্রদের উপর ভেঙে পড়ল হেলিকপ্টার (Helicopter) ৷ পূর্ব রাশিয়ার কামচাটকা পেনিনসুলা এলাকার ওই ঘটনায় 8 জন পর্যটক নিখোঁজ রয়েছেন এবং আরও 8 জনকে জীবত উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ জানা গিয়েছে, ওই হ্রদের নিচে বেশ কয়েকটি আগ্নেয়গিরি রয়েছে ৷ স্থানীয় প্রশাসন এবং ক্রোনোসকি নেচার রিজার্ভ কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দল কুরিল হ্রদে (Kuril Lake) নিখোঁজ 8 জনের খোঁজ চালাচ্ছে ৷ তবে, এই হ্রদের নিচে আগ্নেয়গিরি থাকায় চিন্তিত প্রশাসন ৷
রাশিয়ার আরআইএ নভোসতি সংবাদ সংস্থা জানিয়েছে, সেদেশের এমার্জেন্সি মন্ত্রক নিশ্চিত করেছে যে, মোট 13 জন পর্যটক এবং 3 জন ক্রু মেম্বারকে নিয়ে এমআই-8 হেলিকপ্টারটি উড়েছিল ৷ হেলিকপ্টারটি কুরিল লেকে ভেঙে পড়ার পর 8 জনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৷ তবে, রাশিয়ার আরেক সংবাদ সংস্থা ইন্ট্রাফ্যাক্স দাবি করেছে, এক সরকারি আধিকারিক তাদের জানিয়েছেন, মোট 14 জন পর্যটক ও 3 জন ক্রু নিয়ে হেলিকপ্টারটি উড়েছিল ৷ গভীর কুয়াশার মধ্যে পড়ে হেলিকপ্টারটি নিরুদ্দেশ হয়ে যায় ৷ ওই সংবাদ সংস্থা আরও জানিয়েছে, 2 জন পাইলট সহ মোট 9 জন এই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফিরেছেন ৷ তবে, বাকি 8 জন এখনও নিখোঁজ রয়েছেন ৷
আরও পড়ুন : বিমান দুর্ঘটনায় মৃত টারজান খ্যাত অভিনেতা জো লারা