পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ফ্রান্সে জারি তৃতীয় দফার লকডাউন - ফ্রান্স

ইউরোপে করোনার সংকট ফ্রান্সের পরিস্থিতি খুব ভালো ছিল না ৷ প্রথমবার সংকট সামলে উঠলেও গত এক বছরের মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কাও সামলাতে হয়েছে ফ্রান্স ৷ এবার করোনার তৃতীয় ধাক্কা এসে লেগেছে ফ্রান্সে ৷

ফ্রান্সে জারি তৃতীয় দফার লকডাউন
ফ্রান্সে জারি তৃতীয় দফার লকডাউন

By

Published : Apr 1, 2021, 3:24 PM IST

প্যারিস, 1 এপ্রিল : ফের লকডাউন ফ্রান্সে ৷ বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁকর এই নির্দেশ দিয়েছেন ৷ করোনা সংকট তৈরি হওয়ার পর ফ্রান্সে এটা তৃতীয় লকডাউন ৷ এই লকডাউনে তিন সপ্তাহের জন্য স্কুল বন্ধ রাখা হবে বলে তিনি জানিয়েছেন ৷

ইউরোপে করোনার সংকট ফ্রান্সের পরিস্থিতি খুব ভালো ছিল না ৷ প্রথমবার সংকট সামলে উঠলেও গত এক বছরের মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কাও সামলাতে হয়েছে ফ্রান্স ৷ এবার করোনার তৃতীয় ধাক্কা এসে লেগেছে ফ্রান্সে ৷

এই পরিস্থিতিতে বুধবার দেশবাসীর উদ্দেশ্যে টিভিতে একটি বার্তা দেন ৷ সেখানে তিনি জানান, দেশের অর্থনীতিকে বাঁচাতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার পরিকল্পনা করা হয়েছিল ৷ কিন্তু নতুন করে সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় আবার লকডাউন করতে হচ্ছে ৷ না হলে নিয়ন্ত্রণে থাকবে না অবস্থা ৷ সেই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব হবে না ৷

মাঁকরের এই ঘোষণার পর গোটা দেশ অন্তত এক মাসের জন্য লকডাউনের অধীনে চলে যাবে বলে মনে করা হচ্ছে ৷ তবে ইউরোপের ওই দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের বেশ কিছু অঞ্চলে বিধিনিষেধ আগেই আরোপ করা হয়েছিল ৷

যদিও এর আগে দেশে তৃতীয় লকডাউনের পক্ষে ছিলেন না ফরাসি প্রেসিডেন্ট ৷ তিনি চলতি বছরের গোড়া থেকে বারবার জানিয়েছেন যে লকডাউনকে এড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবেন ৷ এতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো করা যাবে না ৷ কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে লকডাউন ঘোষণা করতেই হল ফ্রান্সের সরকারকে ৷

আর করোনা নিয়ন্ত্রণে লকডাউন ছাড়া যে কোনও উপায় ছিল না, তাও স্পষ্ট করে দিয়েছেন ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল মাঁকর৷ তাঁর কথায়, সংক্রমণ কমাতে এটাই সেরা উপায় ৷

আরও পড়ুন :করোনার প্রাদুর্ভাবে চিনের ভূমিকায় কঠোর হু প্রধান

উল্লেখ্য, ফ্রান্সে এখন রোজ 40 হাজার আক্রান্ত হচ্ছেন করোনায় ৷ ফেব্রুয়ারি থেকে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হয়ে গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details