প্যারিস, 1 এপ্রিল : ফের লকডাউন ফ্রান্সে ৷ বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁকর এই নির্দেশ দিয়েছেন ৷ করোনা সংকট তৈরি হওয়ার পর ফ্রান্সে এটা তৃতীয় লকডাউন ৷ এই লকডাউনে তিন সপ্তাহের জন্য স্কুল বন্ধ রাখা হবে বলে তিনি জানিয়েছেন ৷
ইউরোপে করোনার সংকট ফ্রান্সের পরিস্থিতি খুব ভালো ছিল না ৷ প্রথমবার সংকট সামলে উঠলেও গত এক বছরের মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কাও সামলাতে হয়েছে ফ্রান্স ৷ এবার করোনার তৃতীয় ধাক্কা এসে লেগেছে ফ্রান্সে ৷
এই পরিস্থিতিতে বুধবার দেশবাসীর উদ্দেশ্যে টিভিতে একটি বার্তা দেন ৷ সেখানে তিনি জানান, দেশের অর্থনীতিকে বাঁচাতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার পরিকল্পনা করা হয়েছিল ৷ কিন্তু নতুন করে সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় আবার লকডাউন করতে হচ্ছে ৷ না হলে নিয়ন্ত্রণে থাকবে না অবস্থা ৷ সেই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব হবে না ৷
মাঁকরের এই ঘোষণার পর গোটা দেশ অন্তত এক মাসের জন্য লকডাউনের অধীনে চলে যাবে বলে মনে করা হচ্ছে ৷ তবে ইউরোপের ওই দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের বেশ কিছু অঞ্চলে বিধিনিষেধ আগেই আরোপ করা হয়েছিল ৷