রোম, 15 মার্চ : কোরোনার সংক্রমণ এড়াতে পাঁচ মিটার দূরত্ব বজায় রাখতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হাত মেলাতেও নিষেধ করেছেন ৷ কনুই দিয়ে ঢেকে হাঁচতে ও কাশতে বলেছেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর এই বার্তার পর প্রকাশ্যে এল রোমের রাস্তার এক ভিডিয়ো ৷ 1 মিটার ব্যাসার্ধের একটি ডিস্ক গায়ে জড়িয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি ৷
বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে কোরোনার প্রকোপ ৷ এখনও পর্যন্ত প্রায় দেড় লাখেরও বেশি মানুষের শরীরে কোরোনার সংক্রমণ মিলেছে ৷ মৃত্যু হয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষের ৷ এই মুহুর্তে প্রায় 75 হাজার জনের চিকিৎসা চলছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোরোনাকে ইতিমধ্যে প্যানডেমিক হিসেবে ঘোষণা করেছে ৷ যে কোনও সামাজিক জমায়েত থেকে আপাতত দূরে থাকতে বলা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে কোরোনা মোকাবিলায় সামাজিক জমায়েত থেকে দূরে থাকতে অভিনব উপায় বের করেন ইট্যালির ওই ব্যক্তি ৷