বার্লিন, 22 ডিসেম্বর : ব্রিটেনে সন্ধান পাওয়া কোরোনা ভাইরাসের নতুন ভ্য়ারিয়েন্ট নিয়ে চিন্তায় গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে মঙ্গলবার জার্মান ওষুধ প্রস্তুতকারক সংস্থা বায়োএনটেক জানাল, তাদের তৈরি কোরোনা ভ্যাকসিন নতুন এই ভ্যারিয়েন্টের উপরও কার্যকর হবে। তবে এর জন্য আরও গবেষণা প্রয়োজন।
ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি এই সংস্থার ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে। তার পর সংস্থার তরফে জানানো হয়, ভ্যাকসিন নতুন ভ্যারিয়েন্টের উপর কাজ করবে কি না এই বিষয়ে স্পষ্ট কোনও তথ্য নেই। তবে বৈজ্ঞানিক ভাবে বলা যায় যে নতুন কোরোনা ভ্যারিয়েন্টের উপরও কাজ করবে এই ভ্যাকসিন। কারণ, নতুন ভ্যারিয়েন্টে প্রোটিন আগের ভ্যারিয়েন্টের সঙ্গে 99 শতাংশ মিলে যাচ্ছে ।
এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও পরীক্ষা দরকার বলে ওই সংস্থার তরফে জানানো হয়েছে। এর জন্য তাঁদের দুই সপ্তাহ সময় লাগবে বলে বায়োএনটেকের সিইও উগোর সাহিন জানিয়েছেন।