পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

"আপনি দারুণ কাজ করেছেন", মোদিকে অভিনন্দন ট্রাম্পের - japan

লোকসভা ভোটে পুনরায় জয়লাভের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । G-20 সম্মেলনের ফাঁকে ভারত- অ্যামেরিকা দ্বিপাক্ষিক বৈঠক হয় আজ । সেই বৈঠকেই মোদিকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, "সবাইকে এক জায়গায় আনার ক্ষেত্রে আপনি দারুণ কাজ করেছেন । এই সাফল্য পাওয়ার যোগ্য আপনি ।"

মোদি-ট্রাম্প বৈঠক

By

Published : Jun 28, 2019, 8:09 AM IST

Updated : Jun 28, 2019, 11:13 AM IST

ওসাকা (জাপান), 28 জুন : লোকসভা ভোটে পুনরায় জয়লাভের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । পালটা মোদিও ট্রাম্পকে ধন্যবাদ জানান । লোকসভা ভোটে জয়ের জন্য মোদিকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, "আপনি দারুণ কাজ করেছেন । এই সাফল্য পাওয়ার যোগ্য আপনি ।"

আজ জাপানের ওসাকায় G-20 সম্মেলনের ফাঁকে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বৈঠকে অ্যামেরিকার প্রেসিডেন্ট বলেন, "আপনি যখন প্রথম ক্ষমতায় আসেন, তখন দলাদলি ছিল । তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করছিল । কিন্তু এখন সবাই একসঙ্গে কাজ করছে । এটা আপনার প্রচেষ্টা ও সক্ষমতার বড় সাফল্য ।"

আরও পড়ুন : জাপানে প্রধানমন্ত্রী, G-20-র ফাঁকে মোদি-ট্রাম্প বৈঠক ঘিরে পারদ চড়ছে

দ্বিপাক্ষিক বৈঠকে দুই রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের মধ্য ভারত-অ্যামেরিকা দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় । সেইসঙ্গে পণ্যশুল্ক ও রাশিয়ার সঙ্গে অস্ত্রচুক্তি নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা করেন মোদি-ট্রাম্প । এই আলোচনার পরই ট্রাম্প বলেন, "আমি এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি সত্যিই ভালো বন্ধু হয়ে গেছি । এই দুটি দেশের মধ্যে আগে এতটা ঘনিষ্ঠতা ছিল না । একথা যথেষ্ট বিশ্বাসের সঙ্গেই বলতে পারি । আমরা একসঙ্গে বিভিন্ন ইশুর সমাধান করব । এমন কী সামরিক বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও আলোচনা করব ।"

পালটা মোদিও বলেন, "আমরাও পজ়েটিভ দৃষ্টিভঙ্গিতেই অ্যামেরিকার সঙ্গে কাজ করতে চাই । উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ । "

আরও পড়ুন : জয়শংকরের সঙ্গে বৈঠক পম্পেওর, উঠল ইরান ও S-৪০০ প্রসঙ্গ

আজকের শীর্ষ সম্মেলনে অ্যামেরিকা-চিন বাণিজ্যিক লড়াই, বিশ্বজুড়ে বেড়ে চলা উত্তেজনা, বিশ্ব উষ্ণায়নের মতো বিষয নিয়েও আলোচনা হয়।

Last Updated : Jun 28, 2019, 11:13 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details