পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কীভাবে ছড়াল কোরোনা ? উত্তর খুঁজতে চিনে যাচ্ছে WHO-এর দল - WHO team to visit China next week

কীভাবে মানুষের শরীরে ঢুকল কোরোনা ভাইরাস ? কীভাবে ছড়াল সংক্রমণ, এইসব খতিয়ে দেখতে চিনে যাচ্ছে WHO-এর বিশেষ প্রতিনিধি দল ।

WHO team to visit China next week
ফাইল ছবি

By

Published : Jul 4, 2020, 5:43 PM IST

দিল্লি, 4 জুলাই : কোরোনা ভাইরাস কীভাবে ছড়িয়ে পড়ল সেই তথ্য দিতে দেরি করছে চিন । এই অভিযোগ একাধিকবার সামনে এসেছে । এই পরিস্থিতিতে এবার কোরোনার সংক্রমণের উৎস খুঁজে বের করতে এবং কীভাবে তা মানুষের শরীরে প্রবেশ করল, এইসব কিছু খতিয়ে দেখতে চিনে যাচ্ছে WHO-এর বিশেষ প্রতিনিধি দল । আগামী সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের প্রতিনিধি দল পাঠাচ্ছে চিনে ।

উইহান মিউনিসিপ্যাল হেল্থ কমিশনের জারি করা 'ভাইরাল নিউমোনিয়া' সংক্রান্ত বিবৃতির খবর WHO-এর কাছে আসার পর কেটে গেছে ছয় মাসেরও বেশি সময় । জানুয়ারি মাসেই WHO-এর ডিরেক্টর জেনেরাল টেডরস অ্যাডানম গেব্রিয়েসাস আন্তর্জাতিকস্তরের বিভিন্ন বিশেষজ্ঞদের চিনে পাঠিয়ে ভাইরাসের উৎস খতিয়ে দেখার কথা বলেছিলেন । এই বিষয়ে চিনের সঙ্গে সমঝোতাও হয়ে গেছে বলে জানিয়েছিলেন তিনি । বলেছিলেন, "যত দ্রুত সম্ভব চিনে বিশেষজ্ঞ দল পাঠানো হবে ।" অবশেষে দীর্ঘ ছয় মাস পর চিনে নিজেদের প্রতিনিধি দল পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

COVID 19 সংক্রান্ত একাধিক রিপোর্টে প্রকাশ হয়েছে, চিনের হুবেই প্রদেশের বছর 55 বয়সি এক ব্যক্তির কথা ৷ বলা হয়েছে, ওই ব্যক্তির দেহেই প্রথম কোরোনার সংক্রমণের হদিস পাওয়া যায় ৷ রিপোর্টগুলিতে বলা হয়েছে, ওই ব্যক্তি এমনই কোনও এক মাংসের দোকানে গেছিলেন ৷ সেখান থেকেই ওই ব্যক্তির দেহে ভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে দাবি করা হয়েছে রিপোর্টগুলিতে ৷

কোরোনার প্রথম এপিসেন্টার হিসেবে ধরা হয়েছিল চিনের ইউহান শহরকেই ৷ ওই শহরের হুয়ানান সামুদ্রিক খাবারের বাজার থেকেই ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল বলে অনুমান করা হয়েছে বিশ্বের একাধিক রিপোর্টে ৷ 12 জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছিল, "ইউহান শহরের ওই সামুদ্রিক খাবারের বাজার থেকে সংক্রমণ ছড়ানোর যে যুক্তি ও প্রমাণগুলি দেখানো হয়েছে, তার যথেষ্টই মজবুত ৷"

এদিকে কোরোনা পরিস্থিতি দিন দিন জটিল থেকে জটিলতর হতে শুরু করেছে । গোটা বিশ্বে এখনও পর্যন্ত 1 কোটি 12 লাখেরও বেশি মানুষ কোরোনায় সংক্রমিত হয়েছে । সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভাইরাসের কবলে প্রাণ হারিয়েছে 5 লাখ 29 হাজারের বেশি মানুষ । বর্তমানে সবথেকে খারাপ পরিস্থিতি রয়েছে অ্যামেরিকায় । এরপর রয়েছে ব্রাজ়িল । মোট কোরোনা সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া । আর রাশিয়ার ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে ভারত ।

ABOUT THE AUTHOR

...view details