হানোই, 31 জুলাই : কোরোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হল ভিয়েতনামে । বছরের সত্তরের ওই আক্রান্ত ভিয়েতনামের দানাং শহরের বাসিন্দা ছিলেন । দিন কয়েক আগে তার নমুনা পরীক্ষার রিপোর্ট এলে জানা যায়, তিনি কোরোনা পজ়িটিভ ।
কোরোনায় প্রথম মৃত্যু ভিয়েতনামে - corona virus news
আজ কোরোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হল ভিয়েতনামে । এই দেশে কোরোনায় প্রথম মৃত্যু এটি ।
আজ ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এপর্যন্ত ভিয়েতনামে এটি সবচেয়ে খারাপ দিন । এই প্রথম কোরোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হল । পাশাপাশি 86 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । সবমিলিয়ে এপর্যন্ত কোরোনা আক্রান্ত 546 জন । এর মধ্যে হানোইতে 123, দানাংয়ে 84, হো-চি-মিনে 64 ও থাই বিনে 30 জন রয়েছেন ।
গত তিন মাস নতুন করে কোনও সংক্রমণই ছিল না এই দানাংয়ে । দিন কয়েক আগে পর্যন্ত এদেশের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার পর্যটক এই দানাংয়ে ভিড় জমিয়েছিলেন । তাঁদের ধারণা ছিল দেশ কোরোনা মুক্ত হয়ে গেছে । তার মাঝে এই সপ্তাহের শুরুতে দানাং থেকে প্রথমবার সংক্রমণের হদিশ মেলে । এর জেরে বুধবারই পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয় ডানাংয়ের দ্বার । পরে অবশ্য সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে । আজ সেই এলাকা থেকেই দেশের প্রথম মৃত্যুর খবর পাওয়া গেল ।