বেজিং, 30 জানুয়ারি : চিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 170 জনের । 7700 জনেরও বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন । ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
চায়নাজ় ন্যাশানল হেলথ কমিশন (NHC)-র তরফে জানানো হয়েছে, 7,700 জনের মধ্যে 1,370 জনের অবস্থা আশঙ্কাজনক । তাঁদের চিকিৎসা চলছে । মোট 12,167 জন কোরোনায় সংক্রমিত বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা । বেজিং ও সাংহাইয়ে যথাক্রমে 111 ও 100 জন আক্রান্ত হয়েছেন বলে খবর ৷
চিনের হুবেই প্রদেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 160 ৷ WHO-র ডিরেক্টর জেনেরাল টেডরস আধানম এই প্রসঙ্গে বলেন, "WHO প্রতি মুহূর্তে পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছে । আমরা জানি মানুষ আতঙ্কে রয়েছে । নিজের ও পরিবারের সদস্যের স্বাস্থ্য নিয়ে তারা চিন্তিত ।"
প্রসঙ্গত বিশ্বর 16টি দেশে ছড়িয়ে পড়েছে কোরোনা । জাপান, থাইল্যান্ডে, অ্যামেরিকা ও ইউরোপ মহাদেশের একাধিক দেশে থাবা বসিয়েছে এই ভাইরাস ৷ সতর্কতা জারি হয়েছে ভারতেও ৷ আগাম সতর্ক হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরে বিশেষ থার্মাল স্ক্রিনিং চালু করার ভাবা হচ্ছে ।