কাবুল, 14 অগস্ট : আফগানিস্তান থেকে মার্কিন মুলুক সেনা সরিয়ে নেওয়ার পর থেকেই শক্তি বাড়াতে শুরু করেছিল তালিবানরা ৷ একের পর এক এলাকা হাতছাড়া হচ্ছে আফগান সরকারের ৷ দখল নিচ্ছে তালিবানরা ৷ কাবুলিওয়ালার দেশের তপ্ত রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রাখছে গোটা বিশ্ব ৷ নজর রাখছে দিল্লিও ৷ এই পরিস্থিতিতে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখল তালিবানরা ৷ আফগান সরকারকে ভারত থেকে সেনা পাঠিয়ে সাহায্য করলে তার ফল ভাল হবে না বলে চরম বার্তা দেওয়া হয়েছে ৷
আফগানিস্তানে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সেদেশের সঙ্গে বেশ ভাল দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে ভারতের ৷ বিভিন্ন উন্নয়নমূলক কাজে আফগান সরকারকে সাহায্য করেছে নয়াদিল্লি ৷ সালমা বাঁধ নির্মাণ, সড়ক নির্মাণ থেকে শুরু করে আরও অনেক উন্নয়নমূলক প্রকল্পে ভারতকে পাশে পেয়েছে আফগানিস্তান ৷ অবশ্য ভারতের এই উন্নয়নমূলক কাজে সাহায্য করাকে প্রশংসা করেছে তালিবানরা ৷ কিন্তু যদি কোনওরকম সামরিক সাহায্য যেন আফগান সরকারকে করা না হয় বলে জানিয়ে দিয়েছে তালিবান ৷