পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Afghanistan Unrest : আফগানিস্তানে সেনা পাঠানোর ফল ভাল হবে না, দিল্লিকে চরমবার্তা তালিবানের - অশান্ত আফগানিস্তান

অন্য দেশ থেকে আফগানিস্তানে সেনা পাঠালে কী হয়, তা সবাই দেখেছে ৷ সুতরাং, ভারতীয় সেনা যদি আসে, নিশ্চয় সবটা জেনেই আসবে ৷ হুঁশিয়ারি তালিবানের ৷

Taliban cautions India
ছবি সৌজন্যে আএএনএস

By

Published : Aug 14, 2021, 12:18 PM IST

কাবুল, 14 অগস্ট : আফগানিস্তান থেকে মার্কিন মুলুক সেনা সরিয়ে নেওয়ার পর থেকেই শক্তি বাড়াতে শুরু করেছিল তালিবানরা ৷ একের পর এক এলাকা হাতছাড়া হচ্ছে আফগান সরকারের ৷ দখল নিচ্ছে তালিবানরা ৷ কাবুলিওয়ালার দেশের তপ্ত রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রাখছে গোটা বিশ্ব ৷ নজর রাখছে দিল্লিও ৷ এই পরিস্থিতিতে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখল তালিবানরা ৷ আফগান সরকারকে ভারত থেকে সেনা পাঠিয়ে সাহায্য করলে তার ফল ভাল হবে না বলে চরম বার্তা দেওয়া হয়েছে ৷

আফগানিস্তানে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সেদেশের সঙ্গে বেশ ভাল দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে ভারতের ৷ বিভিন্ন উন্নয়নমূলক কাজে আফগান সরকারকে সাহায্য করেছে নয়াদিল্লি ৷ সালমা বাঁধ নির্মাণ, সড়ক নির্মাণ থেকে শুরু করে আরও অনেক উন্নয়নমূলক প্রকল্পে ভারতকে পাশে পেয়েছে আফগানিস্তান ৷ অবশ্য ভারতের এই উন্নয়নমূলক কাজে সাহায্য করাকে প্রশংসা করেছে তালিবানরা ৷ কিন্তু যদি কোনওরকম সামরিক সাহায্য যেন আফগান সরকারকে করা না হয় বলে জানিয়ে দিয়েছে তালিবান ৷

আরও পড়ুন : Afghanistan : তালিবানিদের দখলে কান্দাহার, পরবর্তী লক্ষ্য কাবুল

কাতারে তালিবানের মুখপাত্র সুহেল শাহীন সংবাদ সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে বলেছেন, "সামরিক ভূমিকা বলতে আপনারা কী বলতে চাইছেন ? যদি ভারতীয় সেনা আফগানিস্তানে আসে, তাহলে আমার মনে হয়, তা ভাল হবে না তাদের জন্য ৷ অন্য দেশ থেকে আফগানিস্তানে সেনা পাঠালে কী হয়, তা সবাই দেখেছে ৷ সুতরাং, তাঁরা যদি আসেন, নিশ্চয় সবটা জেনেই আসবেন ৷ আর আফগানিস্তানের নাগরিক এবং জাতীয় প্রকল্পগুলির ক্ষেত্রে ভারত যে সাহায্য করেছে, আমার মনে হয় সেগুলি প্রশংসার যোগ্য ৷"

ABOUT THE AUTHOR

...view details