পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনার ভ্যাকসিন নিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী - ফাইজার বায়োএনটেক

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ফাইজার-বায়োএনটেকের তৈরি কোরোনার ভ্যাকসিন নেন। ভ্যাকসিন নিয়ে তিনি জানান, এই ভ্যাকসিন নেওয়ার সময় কোনও ব্যথা অনুভব হয় না। এটি কার্যকরী।

singapore-pm-receives-covid-19-vaccine
কোরোনার ভ্যাকসিনের প্রথম টিকা নিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

By

Published : Jan 8, 2021, 5:40 PM IST

সিঙ্গাপুর, 8 জানুয়ারি : কোরোনার ভ্যাকসিন নিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। শুক্রবার সিঙ্গাপুর জেনেরাল হাসপাতালে তিনি এই ডোজ় নেন। প্রথম পর্যায়ে সিঙ্গাপুরের সব স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির কোরোনা যোদ্ধাদের এই ভ্যাকসিন দেওয়া হবে।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ফাইজার-বায়োএনটেকের তৈরি কোরোনার ভ্যাকসিন নেন। ভ্যাকসিন নিয়ে তিনি জানান, এই ভ্যাকসিন নেওয়ার সময় কোনও ব্যথা অনুভব হয় না। এটি কার্যকরী। এবং গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, ভ্যাকসিন পুরো দমে বাজারে এলে সবাই টিকাকরণ করাবেন।

তিনি আরও জানান, খুব তাড়াতাড়ি সিঙ্গাপুরবাসীর জন্য ফাইজ়ারের ভ্যাকসিন মিলবে। একই সঙ্গে যাঁরা সিঙ্গাপুরের নাগরিক নন, কিন্তু এখানে থাকেন, তাঁদেরও 2021-র শেষের দিকে কোরোনার ভ্যাকসিন দেওয়া হবে।

ABOUT THE AUTHOR

...view details