পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কাশ্মীর ইশুতে যুদ্ধে প্রস্তুত : ইমরান - Jammu-Kashmir

কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াইয়ের কথা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷

কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াইয়ের কথা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷

By

Published : Aug 14, 2019, 7:09 PM IST

ইসলামাবাদ, 14 অগাস্ট : জম্মু-কাশ্মীরে 370 ধারা বিলোপের পর থেকেই পাকিস্তানের তরফে নানা হুঁশিয়ারি অব্যাহত ৷ এবার কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াইয়ের কথা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ সে দেশের স্বাধীনতা দিবসে আজ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে যান ইমরান৷ যুদ্ধের কথাও বলেন ৷ তাঁর কথায়, "কাশ্মীরের কারণে যুদ্ধের জন্য পাকিস্তান প্রস্তুত ৷ প্রস্তুত মানুষজন, প্রস্তুত সেনাবাহিনীও ৷ আমরা শেষ দেখে ছাড়ব ৷"

আজ ওই সভায় ভারতের সমালোচনা করে ইমরান বলেন, ''মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমরা সবাই চিন্তিত ৷ BJP-এর লোকেরা অসুস্থ মানসিকতার ৷ ভারতকে একটি সহিষ্ণু সমাজ ভাবা হত আগে, কিন্তু এ বার যা করল, তার জন্য ফল ভুগতে হবে ৷ ভারত সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘন করেছে ৷ আজ ভারতে বিচারপতিও ভয়ে ভয়ে রয়েছেন ৷ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে BJP ৷''

নরেন্দ্র মোদি সরকার নীতিগত ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন ইমরান ৷ মোদি তুরুপের তাসটি বের করলেও ভারতকে এর জন্য মূল্য চোকাতে হবে বলেও মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ৷ "ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে আমি কাশ্মীরের সমস্যার কথা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরব", বলেন ইমরান ৷

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ ও তাকে দু’ভাগ করার সিদ্ধান্ত নিয়ে আগেই রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান ৷ কিন্তু আবেদনকে আমল দেওয়া হয়নি ৷ মরিয়া ইসলামাবাদ চিঠি দিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকেও ৷ সেই চিঠিতেও ভারতের প্রতি পরোক্ষ হুমকি দেওয়া হয়েছে ৷

পাকিস্তান আন্তর্জাতিকস্তরে কাশ্মীর সমস্যা নিয়ে যাই বলুক, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, বিদেশের কোনওরকম মধ্যস্থতার প্রয়োজন নেই, নিজেরাই সামলে নেবে ভারত, একথা বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details