ইসলামাবাদ, 28 মার্চ : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কোরোনায় আক্রান্ত ৷ গতকাল সোশাল মিডিয়ায় এই গুজব ছড়িয়ে পড়ে ৷ যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয় ৷ তবে এই খবর ভুয়ো বলে জানালেন পাকিস্তান সেনেটের সদস্য তথা রাজনীতিবিদ ফয়জ়ল জাভেদ খান ৷
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন কোরোনায় আক্রান্ত ৷ গতকাল এই খবর সামনে আসে ৷ তারপরই এক বিদেশি সংবাদমাধ্যমে দেখানো হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রীও কোরোনা ভাইরাসের দ্বারা সংক্রমিত ৷ সেই সংবাদমাধ্যমের ভিডিয়োর স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ যা নিয়ে শুরু হয় হইচই ৷