পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

পারমাণবিক যুদ্ধে পাকিস্তান ধ্বংস হলে তার ফল হবে সুদূরপ্রসারী : ইমরান - পাকিস্তান

পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হলে তা ভয়াবহ হবে ৷ একটি সাক্ষাৎকারে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷

ইমরান

By

Published : Sep 15, 2019, 3:29 PM IST

ইসলামাবাদ, 15 সেপ্টেম্বর : ভারতের সঙ্গে যুদ্ধ হলে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে পাকিস্তান ৷ গতকাল একথা বলেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ কিন্তু, পরমাণু শক্তিধর দু'টি দেশের মধ্যে শেষ বিন্দু পর্যন্ত লড়াই হলে তার ফল সুদূরপ্রসারী ও ভয়াবহ হবে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ৷

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি যুদ্ধবিরোধী ৷ যুদ্ধ কোনও সমস্যার সমাধান করতে পারে না ৷ তাই পাকিস্তান কখনও যুদ্ধ শুরু করবে না ৷ কেন তিনি যুদ্ধ চান না তাও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, "আমি নিশ্চিত, যখন দুটি পরমাণু শক্তিধর দেশ প্রচলিত যুদ্ধে নামে, তখন তা পরমাণু যুদ্ধে পরিণত হওয়ার সবরকম সম্ভাবনা থাকে ৷"

তবে যুদ্ধ শুরু হলে শেষবিন্দু পর্যন্ত পাকিস্তান লড়বে বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, "ভগবান না করুন, যদি পাকিস্তান একটা যুদ্ধে পরাজয়ের মুখে পড়ে ও তাদের সামনে দু'টি পথ খোলা থাকে (আত্মসমর্পণ বা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়া), তাহলে আমি জানি পাকিস্তানিরা নিজেদের স্বাধীনতার জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করবে ৷ তাই যখন পরমাণু শক্তিধর একটি দেশ শেষপর্যন্ত লড়াই করে, তখন তার ফল ভুগতে হবেই ৷"

ইসলামাবাদের যুদ্ধবিরোধী মনোভাব তুলে ধরারও চেষ্টা করেন ইমরান ৷ বলেন, "সেজন্য আমরা রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছি, আমরা প্রতিটি আন্তর্জাতিক ফোরামের দ্বারস্থ হচ্ছি ৷ তাদের এখনই ব্যবস্থা নিতে হবে, কারণ এটা একটা সম্ভাব্য বিপর্যয়, আর তা ভারতীয় উপমহাদেশের বাইরেও ছড়িয়ে পড়বে ৷"

ABOUT THE AUTHOR

...view details