পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

রাষ্ট্রসংঘে কোণঠাসা হয়ে কাশ্মীর সেল গঠনের ঘোষণা পাকিস্তানের - china

কাশ্মীর ইশুতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে কোণঠাসা হতে হয় পাকিস্তানকে । আর এরপরই কাশ্মীর সেল গঠনের ঘোষণা করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ।

কাশ্মীর সেল

By

Published : Aug 17, 2019, 7:18 PM IST

ইসলামাবাদ, 17 অগাস্ট : 370 ধারা প্রত্যাহারসহ কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি দেয় পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ৷ সেই আলোচনার দাবিকে সমর্থনও করে চিন । বৈঠক হলেও সেখানে কোণঠাসা হতে হয় পাকিস্তানকে । আর এরপরই কাশ্মীর সেল গঠনের ঘোষণা করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ।

আজ তিনি এই বিষয়ে বলেন, "কাশ্মীর বিষয়ে এই নতুন কমিটিতে কাশ্মীরের পরিস্থিতির সঙ্গে যুক্ত সমস্ত পর্যায়ের প্রতিনিধিদের রাখা হচ্ছে ।"

এদিকে গতকাল রুদ্ধদ্বার আলোচনায় পাকিস্তান ও চিনের জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দাবি সমর্থন খারিজ হয়ে যায় রাষ্ট্রসংঘে । নিরাপত্তা পরিষদের অধিকাংশ দেশ কাশ্মীর ইশুকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইশু বলে জানায় । আর এর জেরে জম্মু ও কাশ্মীর ইশুকে আন্তর্জাতিক করার চেষ্টা বিফল হয় । এর আগে 370 ধারা নিয়ে ভারতকে কোণঠাসা করতে গিয়ে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট দেশ পোল্যান্ডের কাছে ধাক্কা খায় পাকিস্তান । আন্তর্জাতিকস্তরে কোণঠাসা হয়ে এবার পাকিস্তানের এই নতুন পদক্ষেপ ।

ABOUT THE AUTHOR

...view details