পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Bangladesh Violence : নোয়াখালিতে ইসকন মন্দিরে হামলা, পুকুরে মিলল দেহ

এবার হামলা বাংলাদেশের নোয়াখালির ইসকন মন্দিরে ৷ ঘটনায় তাদের এক সদস্যকে খুন করা হয়েছে বলে ইসকন কর্তৃপক্ষের তরফে অভিযোগ উঠেছে ৷

one member allegedly killed at noakhali iskon temple of bangaldesh during mob attacked
নোয়াখালিতে ইসকন মন্দিরে হামলা, পুকুরে মিলল দেহ

By

Published : Oct 16, 2021, 8:40 AM IST

Updated : Oct 16, 2021, 9:26 AM IST

ঢাকা, 16 অক্টোবর : বাংলাদেশে হিংসা (Bangladesh Violence) অব্যাহত ৷ এবার হামলা করা হল সেদেশের নোয়াখালির ইসকন মন্দিরে (Noakhali ISKON Temple) ৷ গতকাল, শুক্রবার ঘটনাটি ঘটে বলে অভিযোগ ৷ ঘটনায় তাদের এক সদস্যকে খুন করা হয়েছে বলে ইসকন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ৷

নোয়াখালির মন্দিরে হামলা নিয়ে ইসকনের তরফে টুইট করা হয় গতকাল ৷ সেখানে বাংলাদেশ সরকারের (Bangladesh Government) কাছে ওই দেশের সমস্ত হিন্দুদের সুরক্ষার দাবি তোলা হয় ৷ একই সঙ্গে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও তাদের তরফে বাংলাদেশের সরকারকে জানানো হয়েছে ৷

আরও পড়ুন :Bangladesh Temple Attacked : বাংলাদেশে মন্দিরে হামলার অভিযোগ, হিংসায় মৃত 3

পরে ইসকনের তরফে জানানো হয়, নোয়াখালির ওই মন্দিরে তাদের এক সদস্য পার্থ দাসকে নৃশংসভাবে খুন করা হয়েছে ৷ ওই মন্দিরে অন্তত 200 জন একসঙ্গে আক্রমণ চালায় ৷ সেই সময়ই পার্থকে খুন করা হয় বলে অভিযোগ ৷ শনিবার সকালে মন্দিরের পাশের একটি পুকুরে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় ৷ বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে এই নিয়ে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে ইসকনের তরফে ৷

আরও পড়ুন :Bangladesh : কুমিল্লার ঘটনায় দোষীদের কড়া শাস্তি দেওয়ার বার্তা শেখ হাসিনার

প্রসঙ্গত, গত বুধবার অষ্টমীর দিন থেকে বাংলাদেশ কার্যত জ্বলছে ৷ গোলমাল প্রথম শুরু হয় সেখানকার কুমিল্লা জেলায় ৷ তার পর তা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় ৷ সেখানে একাধিক জেলায় দুর্গাপুজো মণ্ডপ ভাঙা হয়েছে ৷ একাধিক মন্দিরে হামলা চালানো হয়েছে ৷ সেখানে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত বলে অভিযোগ ৷ বিভিন্ন জায়গায় হিংসার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ ৷ বেশ কয়েকজন মারা গিয়েছেন ৷ অনেকে জখম ৷

আরও পড়ুন :Bangladesh : খুলনার মন্দির চত্বরে উদ্ধার 18 টি তাজা বোমা

বাংলাদেশের সরকার উত্তেজনা প্রশমিত করতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে ৷ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে দোষীদের কাউকে ছাড়া হবে না ৷ তার পরও শুক্রবার নতুন করে হিংসা ছড়াল ৷

এদিকে এই নিয়ে ভারতে অনেকে সরব ৷ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই নিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) ৷ তৃণমূল কংগ্রেসও (Trinamool Congress) সমালোচনা করেছে এই ঘটনার ৷ বিদেশমন্ত্রকের (MEA) তরফে বাংলাদেশের ঘটনার কড়া নিন্দা করা হয়েছে ৷

আরও পড়ুন :Afghanistan Blast : কান্দাহারের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 7

Last Updated : Oct 16, 2021, 9:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details