ঢাকা, 16 অক্টোবর : বাংলাদেশে হিংসা (Bangladesh Violence) অব্যাহত ৷ এবার হামলা করা হল সেদেশের নোয়াখালির ইসকন মন্দিরে (Noakhali ISKON Temple) ৷ গতকাল, শুক্রবার ঘটনাটি ঘটে বলে অভিযোগ ৷ ঘটনায় তাদের এক সদস্যকে খুন করা হয়েছে বলে ইসকন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ৷
নোয়াখালির মন্দিরে হামলা নিয়ে ইসকনের তরফে টুইট করা হয় গতকাল ৷ সেখানে বাংলাদেশ সরকারের (Bangladesh Government) কাছে ওই দেশের সমস্ত হিন্দুদের সুরক্ষার দাবি তোলা হয় ৷ একই সঙ্গে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও তাদের তরফে বাংলাদেশের সরকারকে জানানো হয়েছে ৷
আরও পড়ুন :Bangladesh Temple Attacked : বাংলাদেশে মন্দিরে হামলার অভিযোগ, হিংসায় মৃত 3
পরে ইসকনের তরফে জানানো হয়, নোয়াখালির ওই মন্দিরে তাদের এক সদস্য পার্থ দাসকে নৃশংসভাবে খুন করা হয়েছে ৷ ওই মন্দিরে অন্তত 200 জন একসঙ্গে আক্রমণ চালায় ৷ সেই সময়ই পার্থকে খুন করা হয় বলে অভিযোগ ৷ শনিবার সকালে মন্দিরের পাশের একটি পুকুরে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় ৷ বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে এই নিয়ে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে ইসকনের তরফে ৷
আরও পড়ুন :Bangladesh : কুমিল্লার ঘটনায় দোষীদের কড়া শাস্তি দেওয়ার বার্তা শেখ হাসিনার