পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আজ কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দেবে পাকিস্তান - ICJ

আজ কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দিতে পারে পাকিস্তান । ভিয়েনা চুক্তি, ICJ-র রায় ও পাকিস্তানের আইন মেনে এই কনসুলার অ্যাকসেস দেওয়া হবে ।

k

By

Published : Sep 1, 2019, 8:06 PM IST

Updated : Sep 2, 2019, 3:15 AM IST

ইসলামাবাদ, 1 সেপ্টেম্বর : আজ কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়া হবে বলে জানাল পাকিস্তান । ভিয়েনা চুক্তি, ICJ (আন্তর্জাতিক ন্যায় আদালত)-র রায় ও পাকিস্তানের আইন মেনে এই কনসুলার অ্যাকসেস দেওয়া হবে ।

এর আগে কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করার অভিযোগ এনে ICJ (আন্তর্জাতিক ন্যায় আদালত)-র দ্বারস্থ হয়েছিল ভারত । 17 জুলাই ভারতের পক্ষে রায় দেয় ICJ । ভারতের দাবি মেনে নিয়ে কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দিতে বলা হয় পাকিস্তানকে ।

এরপরই পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ICJ-র সিদ্ধান্ত মেনে, ভিয়েনা কনভেনশনের 36 ধারা, অনুচ্ছেদ 1 (B)-র অধিকার সম্পর্কে কুলভূষণকে জানানো হয়েছে । একটি দায়িত্ববান দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদান করবে । এছাড়াও ICJ জানায়, কুলভূষণ যাদবকে এখনই ফাঁসি দিতে পারবে না ইসলামাবাদ ।

ভারতের তরফে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এই বিষয়ে সাংবাদিকদের বলেন, "পাকিস্তানের থেকে আমরা কনসুলার অ্যাকসেস সংক্রান্ত প্রস্তাব পেয়েছি । আমরা সব দিক খতিয়ে দেখছি । কূটনৈতিক পর্যায়ে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছি ।" যদিও দু'পক্ষের সমঝোতা না হওয়ায় সেসময় ভারতীয় প্রতিনিধিরা কুলভূষণের সঙ্গে দেখা করতে পারেননি ।

Last Updated : Sep 2, 2019, 3:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details