পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারতীয় সেনার বিরুদ্ধে লড়তে কাশ্মীরিদের প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তান : মুশারফ - প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ় মোশারফ

ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করার জন্য কাশ্মীরিদের পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হয় । এক সাক্ষাৎকারে বললেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ় মুশারফ ।

ছবি

By

Published : Nov 14, 2019, 2:34 PM IST

Updated : Nov 14, 2019, 3:18 PM IST

ইসালামাবাদ, 14 নভেম্বর : ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করার জন্য কাশ্মীরিদের পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হয় । এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ় মুশারফ ।

তিনি বলেন, "সন্ত্রাসবাদীরা পাকিস্তানের হিরো । জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করার জন্য কাশ্মীরিদের পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে । লাদেনও পাকিস্তানের হিরো ছিলেন ।" পাশাপাশি আয়মান অল-জ়ওয়াহিরি ও জালালউদ্দিন হক্কানিকেও হিরোর আখ্যা দেন মুশারফ।

গতকাল পাকিস্তানের রাজনীতিবিদ ফারাতুল্লাহ বাবর তাঁর টুইট অ্যাকাউন্টে একটি সাক্ষাৎকারের ভিডিয়ো শেয়ার করেছেন । যেখানে পারভেজ় মুশারফকে এই মন্তব্য করতে শোনা গেছে । মুশারফ বলছেন, "কাশ্মীরিরা পাকিস্তানে এলে তাদের বীরের মতো আপ্যায়ন করা হয় । আমরা তাদের প্রশিক্ষণ দিই এবং সম্পূর্ণভাবে সমর্থন করি । এই মুজাহিদিনরাই ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করবে । জিহাদিরা আমাদের হিরো ।"

মুশারফ আরও বলেন, "1979 সালে পাকিস্তানের স্বার্থে আফগানিস্তানে ধর্মীয় সন্ত্রাসবাদ শুরু করা হয় । বিশ্বের নানা প্রান্ত থেকে মুজাহিদিনদের নিয়ে এসে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় । তাদের অস্ত্রও সরবরাহ করা হয় । আমরা তালিবানদের প্রশিক্ষণ দিয়েছি । হক্কানি, লাদেন আমাদের হিরো ছিলেন ।
কিন্তু পরিস্থিতিতে বদল আসে । সমগ্র বিশ্ব বিষয়গুলিকে আলাদাভাবে দেখতে শুরু করে । আমাদের হিরোরা ভিলেন হয়ে যায় মানুষের চোখে ।"

Last Updated : Nov 14, 2019, 3:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details